ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৭:৪১, ১৩ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জে দুই যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় মিলটন (২৫) ও তার কর্মচারী পারভেজ (২৪) নামে দুই যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা রিকশায় আগুন ধরিয়ে দেয় এবং পাশের একটি রেডিমেড কাপড় তৈরির কারখানায় লুটপাট চালিয়েছে। রাত ১২টায় নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টায় হোসাইনগর কলেজরোড এলাকায়। নিহত মিলটন মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক ও ওই এলাকার সাহেব আলীর ছেলে ও পারভেজ মিলটনের কর্মচারী ওই এলাকার মিজানুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে হোসাইনগর এলাকায় রাজীবের মালিকানাধীন রিকশা ও অটো রিকশা গ্যারেজে প্রতিপক্ষের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এসময় গ্যারেজে অবস্থানকারী ছায়া বৃত্ত মাল্টিপারপাস সমবায় সমিতির মালিক মিলটন ও তার কর্মচারী পারভেজকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে যায়। আহত হয় রিকশা গ্যারেজের কর্মচারী রাজীব। এসময় সন্ত্রাসীরা রিকশা গ্যারেজটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর পর শত শত লোকজন ঘটনাস্থলে ভিড় করে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পারভেজের বাবা মিজানুর রহমান জানান, আমার ছেলে কোনও ধরণের সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল না। ও কর্মচারী ছিল। কিন্তু আমার ছেলেকে কী কারণে হত্যা করা হয়েছে। ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। এ নিহতের বাড়িতে কান্নার রোল পড়ে যায়। শত শত লোকজন নিহতদের বাড়িতে ভিড় করে। ঘটনার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশ সুপার মঈনুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে প্রতিপক্ষ গ্রুপ আধিপত্য ও সমবায় সমিতির অর্থ নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় ঘাতকদের শনাক্ত করা হয়েছে। রাত পৌঁনে ১টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মোঃ শরফুদ্দীন জানান, নিহত দু’জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেফতারে কয়েকটি টিম অভিযান চালাচ্ছে।
×