ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মনিরুল হক ফিরোজ

প্লেবয়ের অজানা কথা

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ অক্টোবর ২০১৭

প্লেবয়ের অজানা কথা

২ প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যাটি যখন প্রকাশিত হয়, তখন হিউ হেফনারের বয়স ছিল মাত্র ২৭ বছর। ২প্লেবয় ম্যাগাজিনের নাম প্রথমে ভাবা হয়েছিল ‘স্টেজ পার্টি’। এই নামে ম্যাগাজিনটি প্রকাশের মাত্র ১ মাস আগে হিউ হেফনার জানতে পারেন, স্টেজ পার্টি নামে আরও একটি ম্যাগাজিন রয়েছে। ফলে নাম পরিবর্তন করে প্লেবয় রাখা হয়। ২হিউ হেফনার জীবনে কত নারীর যে সঙ্গ লাভ করেছেন তার ইয়ত্তা নেই। তবে বিয়ে করেছেন তিনবার। ২৩ বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন মিল্ড্রেড উইলিয়ামসকে, যিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরপর বয়স ষাট পার হয়ে যাওয়ার পর প্লেবয় ম্যাগাজিনের মডেল কিম্বার্লে কনরাডকে বিয়ে করেন। ২০১৩ সালে ৮৬ বছর বয়সে বিয়ে করেন প্লেবয় ম্যাগাজিনের মডেল ২৬ বছর বয়সী ক্রিস্টাল হ্যারিসকে। ২পুরুষদের ম্যাগাজিন হিসেবে বিশ্বে সর্বপ্রথম ব্রেইল পদ্ধতিতে প্রকাশিত ম্যাগাজিনের রেকর্ডও রয়েছে প্লেবয়ের ঝুলিতে। ১৯৭০ সালে ব্রেইল পদ্ধতির প্রথম এডিশনটি প্রকাশিত হয়। ২রোমানিয়ান মডেল লরেডানা কিভুর পিতা আত্মহত্যা করেছিলেন, যখন তিনি জানতে পারেন যে প্লেবয় ম্যাগাজিনের জন্য লরেডানা নগ্ন হয়েছেন। ২১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যার মডেল হয়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেরিলিন মনরো। তার নগ্ন ছবির মাধ্যমেই এ্যাডাল্ট ম্যাগাজিন হিসেবে যাত্রা শুরু করে প্লেবয় ম্যাগাজিন। তবে তার সঙ্গে কখনও হিউ হেফনারের দেখা হয়নি। ২এখন পর্যন্ত প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে মাত্র ১০ জন পুরুষ স্থান পেয়েছে। ভাগ্যবান এই ১০ জন হচ্ছেন- পিটার সেলার্স, বার্ট রেনল্ডস, স্টিভ মার্টিন, ডোনাল্ড ট্রাম্প, ড্যান এ্যাকরয়েড, জেরি সেইনফিল্ড, লেসলি নিলসেন, জিন সিমন্স, সেথ রোগান এবং ব্রুনো মার্স। ২হিউ হেফনার তার মার কাছ থেকে ১০০০ ডলার ঋণ নিয়ে প্লেবয় ম্যাগাজিন শুরু করেছিলেন। আর প্লেবয় এখন কেবল ম্যাগাজিন নয়, রীতিমতো একটি বিশাল ব্যবসায় পরিণত হয়েছে। প্লেবয়ের সুবাদে অঢেল পয়সা কামিয়েছেন হিউ হেফনার। যুক্তরাষ্ট্রে অন্যতম ধনকুবের তিনি। ২যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের বিয়ে বৈধতা পেয়েছে। সমকামী মানুষদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন হিউ হেফনার। ১৯৫৫ সালে প্লেবয় ম্যাগাজিনের একটি এডিশনে তিনি চার্লস বেওমন্টসের লেখা- সমকামী জগতে বাস করা একটি বিষমকামী মানুষ সম্পর্কিত গল্প ছাপার মধ্য দিয়ে সমকামীদের অধিকারের পক্ষেই ছিলেন। ২প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে সর্বোচ্চ সংখ্যক বার মডেল হওয়ার রেকর্ড রয়েছে হলিউড অভিনেত্রী পামেলা এ্যান্ডারসনের। প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে তিনি ঠাঁই পেয়েছেন ১২ বার! ২১৯৭২ সালের নবেম্বর মাসের এডিশনটি প্লেবয় ম্যাগাজিনের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রীত এডিশন। এখন পর্যন্ত ওই এডিশনটিকে বিক্রিতে ছাড়িয়ে যেতে পারেনি অন্য কোন এডিশন। ১৯৭২ সালের নবেম্বর মাসের প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদের মডেল ছিলেন মডেল পাম রলিং। ২আপনি হয়তো খেয়াল করেননি, কিন্তু খেয়াল করলে দেখবেন যে প্রতিটি প্লেবয় ম্যাগাজিনেই লুকানো লোগো (খরগোশ লোগো) রয়েছে। ২১৯৯৫ সালে ১৯ বছর বয়সে হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর প্লেবয় ম্যাগাজিনের মডেল হয়েছিলেন, যা পছন্দ করেননি চলচ্চিত্রে সে সময় ড্রিউ ব্যারিমোরের অভিভাবক হিসেবে খ্যাত বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ। ব্যারিমুরের ২০তম জন্মদিনে তাকে একটা স্কার্ট উপহার দিয়েছিলেন স্পিলবার্গ এবং সঙ্গে একটি চিরকুট, যাতে লেখা ছিল ‘নিজেকে ঢেকে রাখো’। উপহারের সঙ্গে তিনি প্লেবয় ম্যাগাজিনে প্রকাশিত ব্যারিমুরের কিছু ছবিও দিয়েছিলেন, কিন্তু ছবিগুলো অনাবৃত দেহের ছিল না বরং পোশাক পরিহিত অবস্থার। কারণ তিনি ছবিগুলো এডিট করে ছবিগুলোর বিশেষ বিশেষ স্থানে পোশাক জুড়ে দিয়েছিলেন। ২দীর্ঘতম সময়কাল ধরে ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে বিশ্ব রেকর্ড রয়েছে হিউ হেফনার ঝুলিতে। ২প্লেবয় ম্যাগাজিনের ইতিহাসে সবচেয়ে কমবয়সে যিনি প্লেম্যাট হয়েছিলেন, তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তথ্য সূত্র : স্কুপহুপ
×