ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে প্রেমিকের যাবতজীবন কারাদন্ড

প্রকাশিত: ০০:৪৫, ১২ অক্টোবর ২০১৭

ঝালকাঠিতে প্রেমিকের যাবতজীবন কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ প্রেমিকাকে হত্যার দায় প্রেমিককে যাবতজীবন কারাদন্ড প্রদান করেছে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার এই আদালতের বিচারক মোহা: বজলুর রহমান নলছিটি উপজেলার তিমিরকাঠী গ্রামের মেহেদী হাসান ওরফে দুদু মিয়াকে যাবত জীবন কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে। ২০১৩ সালে ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ৮ টায় একই গ্রামের বাসিন্দা অনার্স ৩য় বর্ষের ছাত্রী প্রেমিকা শারমিন আক্তারকে প্রতিবেশীর বাড়ীতে যাওয়ার পথ অবরোধ কর মেহেদী হাসান ওরফে দুদু মিয়া এই হত্যার ঘটনা ঘটায়। এই ঘটনায় নিহতের পিতা আবুল কালাম আজাদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। শারমিন আক্তারের পরিবার জাত ভিত্তিক উচু বংশের পরিবার ভুক্ত এবং মেহেদী হাসান অপেক্ষাকৃত নিচু বংশের পরিবার ভুক্ত হওয়ায় এদের প্রেমের বিষয়টি শারমিনের পরিবার মেনে নেয়নি। শারমিনের পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করে এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান এই ঘটনা ঘটায়। আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করেছে। সরকার পক্ষে অতিরিক্ত পি.পি এম.আলম খান কামাল এবং আসামী পক্ষে আ: রশিদ সিকদার মামলা পরিচালনা করেন।
×