ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেশবপুরে অপহরণের ১১ দিন পর অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

প্রকাশিত: ০০:৪৪, ১২ অক্টোবর ২০১৭

কেশবপুরে অপহরণের ১১ দিন পর অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ বৃহস্পতিবার কেশবপুর থানা পুলিশ অপহরণের ১১ দিন পর অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী ভালুকঘর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে আলী হাসানকে পুলিশ আটক করেছে। উপজেলার ভালুকঘর আজিজিয়া সিনিয়র ফাযিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র আলী হাসান গাজী পাশ্ববর্তী গ্রামের মেয়ে কেশবপুর মহিলা কলেজের এইস এস সি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে অপহরণ করে। মেয়ের পিতা বাদী হয়ে কেশবপুর থানায় অপহরণের মামলা করেন। যার নং-০১। পারিবারিক সুত্রে জানা গেছে, আলী হাসান মেয়েটিকে কলেজে যাওয়া আসার পথে দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। মেয়ের পিতা আলী হাসানকে নিষেধ করলেও সে তা মানেনি। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়েটিকে ১ অক্টোবর দুপুরে আলী হাসান অপহরণ করে নিয়ে যায়। কেশবপুর থানার ওসি এস এম আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী আলী হাসানকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে এবং অপহৃত মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
×