ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে অপহরণকারীকে গণধোলাই

প্রকাশিত: ০০:০৬, ১২ অক্টোবর ২০১৭

বরিশালে অপহরণকারীকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুল ছাত্রীকে অপহরন করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশী হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অপহরনকারী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের কিরন করের কন্যা দশম শ্রেনীর ছাত্রী পপি করকে বুধবার রাত দশটার দিকে সাতলা গ্রামের সঞ্জিত বাইনের নেতৃত্বে দুটি মোটরসাইকেলে ছয় যুবক অপহরন করতে আসে। অপহরকারীরা জোরপূর্বক বসতঘর থেকে পপিকে অপহরন করে মোটরসাইকেলে উঠানোর সময় তার (পপি কর) চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অপহরকারীরা স্থানীয় বাসিন্দা জয়ন্ত অধিকারীকে মারধর করে আহত করে। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামবাসী ধাওয়া করে অপহরণকারী দলের প্রধান সঞ্জিত বাইনকে আটক করে গণধোলাই দিয়ে পপিকে উদ্ধার করে। আটক সঞ্জিতকে পুলিশের কাছে সোর্পদ করার পর অপহরকারী সঞ্জিত ও স্থানীয় জয়ন্তকে ওইদিন রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×