ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে বাল্য বিয়ে বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

প্রকাশিত: ০০:০৪, ১২ অক্টোবর ২০১৭

ধামইরহাটে বাল্য বিয়ে বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে বাল্য বিয়ে প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীরা ব্যতিক্রমী প্রতিবাদ জানালো। বিভিন্ন স্কুলের অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী শপথ নিল, তারা বাল্য বিয়ে করবে না, এমনকি কোন বাল্য বিয়ে এলাকায় হতেও দিবেনা। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পুলিশিং কমিটির উদ্যোগে শংকরপুর উচ্চ বিদ্যালয়ে বাল্য বিয়ে, ইভটিজিং, নারী নির্যাতন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীমহলকে নিয়ে এক মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মু. রকিবুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (পত্মীতলা সার্কেল) মোঃ তাকের যোবাইর, ইন্সপেক্টর (আরএমপি) আইনাল হক, ইন্সপেক্টর সিদ্দিক হোসেন, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, আব্দুল মজিদ প্রমুখ।
×