ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন

প্রকাশিত: ২৩:২৬, ১২ অক্টোবর ২০১৭

নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই আবেদন জানানো হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, দুই দিন আগে পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি পেয়েছেন রাষ্ট্রপক্ষ। সে হিসেবে দুই দিন চলে গেছে, আরো ২৮ দিন সময় হাতে আছে। এর মধ্যেই রিভিউয়ের আবেদন জানাব। ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি বেশ বড়। তাই যদি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানাতে না পারি, তবে নিয়ম অনুসারে সময়ের আবেদন জানানো হবে।
×