ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

থানা পুলিশ ট্যুরিস্ট পুলিশের সমন্বয়হীনতা

প্রকাশিত: ২৩:০৭, ১২ অক্টোবর ২০১৭

থানা পুলিশ ট্যুরিস্ট পুলিশের সমন্বয়হীনতা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কুয়াকাটা ব্যবসায়ী ও মহিপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পরিণত হয় ক্ষোভ সভায়। বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা রাখাইন মার্কেটে অনুষ্ঠিত এ সভায় এমনটা ঘটেছে। ফলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ হতাশা ব্যক্ত করেন। এ সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ মনির আহম্মদ ভূইয়া। প্রধান অতিথি ছিলেন, ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন, মহিপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কাউন্সিলার শাহ আলম হাওলাদার, সাগর মোল্লা, তোফায়েল আহম্মেদ তপু প্রমূখ। সভার শুরুতেই কুয়াকাটার ব্যবসায়ীরা সেখানে বার বার চুরির ঘটনাসহ মাদকের রমরমা বাণিজ্যের বিষয়টি তুলে ধরেন বক্তারা। তারা জানান, মহিপুর থানা পুলিশ ছাড়াও কুয়াকাটায় নৌ-পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ রয়েছে। কিন্তু বার বার চুরি ছিনতাইয়ের ঘটনা থামছে না কেন। এনিয়ে উপস্থিত ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেন। ক্ষুব্ধ রোষ নিরসনে মহিপুর থানা পুলিশের পক্ষে ওসি মিজানুর রহমান ও ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আঃ করিম তাদের বক্তব্যে একে অপরকে দোষারোপ করেন। এতে তাদের ব্যাপক সমন্বয়হীনতা প্রকাশ পায়। পুলিশের বক্তব্যে এমন কাদা ছোড়াছুঁড়ি প্রকাশ পেলে উপস্থিত সবাই হতাশায় পড়েন। এক পর্যায় গণমাধ্যম কর্মীরা তাদের শান্ত করেন। পরবর্তিতে কুয়াকাটার আইন শৃঙ্খলার উন্নয়নে খুব শীঘ্রই ফের মতবিনিময় সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে ওই সভায় পটুয়াখালীর পুলিশ সুপারের উপস্থিতি নিশ্চিত করার দাবি করেন কুয়াকাটার ব্যবসায়ী মহল। অতি সম্প্রতি কুয়াকাটায় হোটেল ও দোকানে এবং বাসায় চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
×