ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেরপুরে হাজতী যুবকের মৃত্যু

প্রকাশিত: ২২:৫২, ১২ অক্টোবর ২০১৭

শেরপুরে হাজতী যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে শামীম হোসেন (৩২) নামে এক হাজতী যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবর ভোরে ওই ঘটনা ঘটে। সে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী পূর্ব বাঁকাকুড়া গ্রামের আবেদ আলী মন্ডলের ছেলে ও ২ সন্তানের জনক। খবর পেয়ে জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন কারাগার পরিদর্শন করেন। দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে শামীমের লাশ হস্তান্তর করা হয়। শামীম হোসেনের ছোট ভাই কলেজ শিক্ষার্থী রাসেল জানান, গত ২৫ সেপ্টেম্বর একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন না পেয়ে জেলা কারাগারে যায় শামীম। ১১ অক্টোবর তার জামিন হলেও কারাগারে ওই আদেশ পৌঁছে বিকেল ৫টার দিকে। ততক্ষনে লকআপ হয়ে যাওয়ায় মুক্তি পাওয়া সম্ভব হয়নি শামীমের। ওই অবস্থায় বৃহস্পতিবার শেষ রাতে শামীম অসুস্থ হয়ে পড়লে গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতারে নিয়ে গেলে কর্তব্যতর চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।তবে কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। এ ব্যাপারে শেরপুর জেলা কারাগারে জেলার মোঃ ইসমাইল হোসেন জানান,হাজতী শামীম হৃদরোগে আক্রান্ত ছিল।বৃহস্পতিবার শেষ রাতে অসুস্থ হয়ে পরলে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। পরে জেলা প্রশাসন ও পরিবারের লোকজনের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে তার লাশ হস্তান্তর করা হয়।
×