ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় বাস-ট্রাক্টর সংঘর্ষে চালক নিহত ॥ আহত ১০

প্রকাশিত: ২২:৩৩, ১২ অক্টোবর ২০১৭

ভালুকায় বাস-ট্রাক্টর সংঘর্ষে চালক নিহত ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের ভালুকা উপজেলার ভরাডোবা বাকসাঁতরা ব্রীজের কাছে বৃহস্পতিবার ভোর রাতে বাস- ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক রফিকুল ইসলাম নিহত ও ১০ জন বাস যাত্রী আহত হয়। আহত ৬জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানাযায়, ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাস (ঢাকা-মেট্রো-ব-১১৫৪৮৬) ওই স্থানে পৌছে একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয় । এতে ট্রাক্টরটি রাস্তার বিপরীত পাশে ছিটকে পড়ে এবং বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক ত্রিশাল উপজেলার গুজিয়াম গ্রামের হজরত আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪) মারা যান । খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতরা হলো হালুয়াঘাট উপজেলার জমিলা খাতুন(৪০),সাইফুল ইসলাম(১৫),রাশিদুল ইসলাম(২০), ভালুকা উপজেলার শহিদ মিয়া(১৭),রাকিবুল ইসলাম(১৮)ও রাব্বি(১০)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং আহত ৩জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
×