ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে হরতালের প্রভাব নেই ॥ গ্রেফতার ৫

প্রকাশিত: ২২:১৫, ১২ অক্টোবর ২০১৭

নীলফামারীতে হরতালের প্রভাব নেই ॥ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে আজ বৃহ¯পতিবার সারাদেশে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি নীলফামারী জেলা জুড়ে। সকল প্রভাব যানবাহন চলাচল সহ অফিস আদালত ব্যাংক বীমা যথা নিয়মে চলছে। এদিকে জামায়াতের ঘাঁটি বলে পরিচিত জেলার জলঢাকা ও ডিমলা উপজেলাও ছিল হরতাল মুক্ত। হরতালের সমর্থনে জামায়াত শিবিরের ঘটি শুধু জলঢাকা ও ডিমলা উপজেলা নয়,জেলার কোন স্থানে মিছিল বা সমাবেশের খবর পাওয়া যায়নি। এমনকি জামায়াতের এই হরতালকে বিএনপি সমর্থন করলেও জামায়াত শিবিরের ন্যায় জেলার কোথাও কোন স্থানে বিএনপির নেতাকর্মীদের হরতালের সমর্থনে মাঠে নামতে দেখা যায়নি। সকাল ৬টা হতে দুপুর ১টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। অপর দিকে এই হরতালকে ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ জলঢাকা উপজেলার এক জামায়াত কর্মী ও ৪ শিবির কর্মী সহ ৫জনকে গ্রেফতার করেছে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আজ বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয় জলঢাকার জামায়াতের আলফালাহ ঘাটি হতে। এরা হলো উপজেলার জামায়াতকর্মী পূর্ব বালাগ্রামের লোকমান হোসেন(৫৫), উপজেলার শিবির কর্মী কাজিরহাট গ্রামের আল-আমিন(২২),একই এলাকার নাজমুল হক(২৪), ভবনচূর এলাকার একরামুল হক ও মাথাভাঙ্গা গ্রামের মনিরুজ্জামান((২৪)। এদের বেলা ১১টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। খবর নিয়ে দেখা যায়, নীলফামারী হতে দুরপাল্লা ও অভ্যান্তরিন রুটে সকল প্রকার যানবাহন চলাচলা করছে। খুলনা ও রাজশাহী গামী আন্তঃনগর ট্রেন গুলো সময়মতো ছেড়ে গেছে। এ ছাড়া সৈয়দপুর বিমানবন্দর হতে ঢাকা-সৈয়দপুর আকাশ পথে ৫টি বিমানও চলাচল করছে। এ ছাড়া অফিস আদালত,ব্যাংকবীমা, স্কুল কলেজ যথা নিয়মে খোলা ছিল।
×