ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

প্রকাশিত: ১৮:০২, ১২ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার ও বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুরের আঞ্চলিক সড়কে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় এক চালক ও নারীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছে । নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের শাহারা খাতুন ও নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিণকুড়া গ্রামের ট্রাক চালক নজরুল ইসলাম। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার (ওসি) আবু দাউদ জানান, আজ বৃহস্পতিবার ভোর রাতে নওগাঁ থেকে চাল বোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার এলাকায় পৌছলে বিপরীত থেকে উত্তরাঞ্চলগামী টিন বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১জন নিহত ও ৩জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাতে নজরুল ইসলাম নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়। অপরদিকে কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুরে ভুটভুটি ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহারা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ জানান, বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুর আঞ্চলিক সড়কে ভুটভুটি ও মটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী শাহারা খাতুন নামে এক নারী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় সে মারা যায়।
×