ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পী মিঠুন কুমার সাহার ‘টেরাকোটা কর্মশালা’

প্রকাশিত: ০৫:৫৪, ১২ অক্টোবর ২০১৭

শিল্পী মিঠুন কুমার সাহার ‘টেরাকোটা কর্মশালা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের হারিয়ে যাওয়া শিল্প ও সংস্কৃতিকে সমুন্নত রাখার প্রয়াসে শ্যামলীর মুক্তিযুদ্ধ একাডেমির আর্ট গ্যালারিতে শিল্পী মিঠুন কুমার সাহার ৭ দিনব্যাপী একটি টেরাকোটা কর্মশালা আজ শেষ হচ্ছে। শ্যামলীর ৬৭, পিসি কালচার সোসাইটির মুক্তিযুদ্ধ একাডেমির আর্ট গ্যালারিতে গত ৪ অক্টোবর কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বরেণ্য কবি ও স্থপতি রবিউল হুসাইন, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি আজিজুর রহমান আজিজ ও চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ একাডেমির চেয়্যারম্যান ড. আবুল আজাদ। বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী মিঠুন কুমার সাহা কর্মশালাটির প্রধান প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারী ২০ জনকে প্রশিক্ষণ দিচ্ছেন। মাটির সঙ্গে শিল্পীদের সংযোগ ঘটিয়ে মৃতশিল্পের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করাই টেরাকোটা কর্মশালার মূল লক্ষ্য। টেরাকোটা কর্মশালাটি আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে স্বনামধন্য ২০ শিল্পী অংশ নিচ্ছেন।
×