ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় আজ ‘আমি ও রবীন্দ্রনাথ’

প্রকাশিত: ০৫:৫৩, ১২ অক্টোবর ২০১৭

শিল্পকলায় আজ ‘আমি ও রবীন্দ্রনাথ’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে আজ মঞ্চস্থ হবে বাংলাদেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোরের নন্দিত প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটির আজ ১৬তম মঞ্চায়ন হবে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রাঙ্গনেমোরের সিনিয়র সদস্য নূনা আফরোজ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হীরা, নূনা আফরোজ, রামিজ রাজু, সারোয়ার সৈকত, আওয়াল রেজা প্রমুখ। দলসুত্রে জানা গেছে কলকাতায় নাট্যোৎসবের আগে ৭টি নাটক নিয়ে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে নাট্য সপ্তাহের আয়োজন করছে প্রাঙ্গণেমোর। আজ এ নাট্যসপ্তাহ উদ্বোধন করবেন বরেণ্য অভিনেত্রী সারা যাকের। নাট্য সপ্তাহ আজ থেকে শুরু হয়েছে চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে আজ উদ্বোধনী দিনে ‘আমি ও রবীন্দ্রনাথ’ নাটকটি মঞ্চস্থ হবে। এছাড়া নাট্য সপ্তাহের জন্য নির্ধারিত অন্য নাটকগুলো হলো ‘শ্যামাপ্রেম’ ‘শেষের কবিতা’, ‘আওরঙ্গজেব’, ‘ঈর্ষা’, ‘কনডেমড সেল’ ও ‘বিবাদী সারগাম’। প্রসঙ্গত, প্রাঙ্গণেমোর এবার ৮ম বারের মতো নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। আগামী নবেম্বর মাসের প্রথম সপ্তাহে কলকাতায় এবারের নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। নিজ উদ্যোগে আয়োজিত এ উৎসবে শুধুমাত্র প্রাঙ্গণেমোরের দর্শক-নন্দিত ৭টি নাটক মঞ্চস্থ হবে।
×