ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিকল্পিত নগরী গড়তে নাগরিকদের সহযোগিতা চাইলেন: চসিক মেয়র

প্রকাশিত: ০৩:৫৯, ১১ অক্টোবর ২০১৭

পরিকল্পিত নগরী গড়তে নাগরিকদের সহযোগিতা চাইলেন: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পরিকল্পিত নগরী গড়তে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী নাগরিক সেবা এবং নগরবাসির অধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের অনুমোদনও মিলেছে। আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পর্যায়ে রয়েছে। সীমিত সামর্থ্যরে মধ্যেও পরিচ্ছন্ন ও উন্নত সেবার নগরী গড়তে পারবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট-কালুরঘাট সড়কের সংস্কারকাজ পরিদর্শনকালে চসিক মেয়র কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মঈনউদ্দিন খান বাদল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র বলেন, স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে সিটি কর্পোরেশন এ সড়কটির দায়িত্ব নিয়েছে। কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে। পর্যায়ক্রমে নগরীর বিভিন্ন সড়ক সংস্কার এবং প্রয়োজনে নতুন সড়ক নির্মিত হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গৃহকর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মেয়র জানান, ১৯৮৬ সালের করবিধি অনুযায়ী কাজ করছে সিটি কর্পোরেশন। তারপরও আমি যেহেতু জনপ্রতিনিধি সেহেতু নাগরিকদের প্রতি রযেছে। বিধির মধ্যে থেকে যতটুকু সহনীয় পর্যায়ে কর নির্ধারণ করা যায় সে চেষ্টা করা হবে। গৃহকর নিয়ে কোন বক্তব্য থাকলে কিংবা কোন ধরনের অনিযম দুর্নীতি হলে যে কেউ আপিল করতে পারেন। জনগণের নিরাপদ পথ চলার জন্য সিটি কর্পোরেশনকে সহযোগিতা করতে হবে।
×