ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালপুরে টর্ণেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০২:২০, ১১ অক্টোবর ২০১৭

লালপুরে টর্ণেডোতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সংবাদদাতা, লালপুর ॥ নাটোরের লালপুর টর্ণেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ২শ ৩৯টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন, স্থানীয় চেয়ারম্যান ইসাহাক আলী ও আবু বকর সিদ্দিক পলাশ উপস্থিত থেকে আড়বাব ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২৭৯টি এবং লালপুর ইউনিয়নের ৬০টি পরিবারের মধ্যে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। পরে জেলা প্রশাসক টর্ণেডোর সময় আহত ব্যাক্তিদের দেখতে হাসপাতালে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন জানান, টর্ণেডোর আঘাতে যারা ঘর বাড়ি হারিয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। শিগরই তাদেরকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হবে।
×