ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ইদুর নিধন অভিযান

প্রকাশিত: ০০:১৯, ১১ অক্টোবর ২০১৭

নওগাঁয় ইদুর নিধন অভিযান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ “ইদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার নওগাঁয় ইদুর নিধন অভিযান-২০১৭ পালিত হয়েছে। এদিন সকালে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বরে করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে র‌্যালীটি উদ্ধোধন করেন, জেলা প্রশাসক, ড, মোঃ আমিনুর রহমান। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল আকতার, জেলা প্রশিক্ষন অফিসার মাহবুবুর রহমান, মান্দা উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম প্রামানিক, সদর উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
×