ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আবুবকর সিদ্দিক রানা সভাপতি, আজিজুল ইসলাম সাধারণ সম্পাদক

দক্ষিণ কোরিয়া বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি

প্রকাশিত: ০০:০৭, ১১ অক্টোবর ২০১৭

দক্ষিণ কোরিয়া বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ॥ আবুবকর সিদ্দিক রানাকে সভাপতি ও মো. আজিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু পরিষদ দক্ষিণ কোরিয়া শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ অক্টোবর রাজধানী সিউলের জাফরান রেস্তোরায় এক সভার আয়োজন করা হয়। সর্বসম্মতিক্রমে গঠিত হয় নতুন কমিটি। কমিটির অন্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন মো. জুয়েল আহমেদ মোল্লা। সভার প্রধান অতিথি কেশব কুমার কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। সভায় জানানো হয়, আগামী দুই সপ্তাহের মধ্যে নবনির্বাচিত ৩ জন সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এর আগে গত ৯ জুলাই পরিষদের ১১ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠিত হয়েছিলো। সম্প্রতি কমিটির মেয়াদ শেষ হলে পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ইনহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কেশব কুমার অধিকারী, দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরশাদ আলম ভিকি, সাধারণ সম্পাদক সাইফুল করিম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ব্যক্তিদের অরাজনৈতিক সংগঠন।
×