ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য ১০ হাজার টয়লেট নির্মান করবে ইউনিসেফ

প্রকাশিত: ২২:১৭, ১১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের জন্য ১০ হাজার টয়লেট নির্মান করবে ইউনিসেফ

অনলাইন ডেস্ক ॥ আজ বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য ৩৫ হাজার টয়লেট প্রয়োজন। এরমধ্যে ১০ হাজার টয়লেট নির্মাণ করে দেবে ইউনিসেফ।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইউনিসেফের সঙ্গে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানের আগে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘এই ১০ হাজার টয়লেট তৈরিতে ব্যয় হবে ১১ কোটি ৮০ লাখ টাকা। আগামী দুই মাসের মধ্যে এসব টয়লেটের নির্মাণ কাজ শেষ হবে।’ মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ৭ হাজার ৮৪৯টি টয়লেট নির্মাণ করা হয়েছে।
×