ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ চট্রগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ২০:৫২, ১১ অক্টোবর ২০১৭

আজ চট্রগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক ॥ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সামান্য হ্রাস পেতে পারে। পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশ এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি আরো উত্তর পশ্চিম দিকে সরে দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ৩৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় পাঁচটা ৫৫ মিনিটে।
×