ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটির বাড়ি কক্সবাজারে

প্রকাশিত: ২০:০৫, ১১ অক্টোবর ২০১৭

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষটির বাড়ি কক্সবাজারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষটির বাড়ি কক্সবাজারের রামু গর্জনিয়ায়। বয়স মাত্র ১৯। নাম জিন্নাত আলী। বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। কৃষক আমির হামজার ঘরে জন্ম বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষটি এখন অসুস্থ্য। মাথায় টিউমার, ডান পায়ে ঘাঁ হয়ে পচন ধরেছে। এক পা আরেক পায়ের চেয়ে দুই ইঞ্চি খাটো হয়ে যাচ্ছে। অর্থের অভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাদের পরিবারে ভিটে মাটি ছাড়া আর কোন অর্থ সম্পদও নেই। কৃষক পিতা আমির হামজা জানান, ছেলে লম্বা হওয়ার কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া মুশকিল হয়ে দাড়িয়েছে। রিক্সা, সিএনজি, মাইক্রো, জীপ গাড়িতে বসানো যায় না। আমার পক্ষে তার শরীরের দুরাবস্থা নিয়ে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। তারপরও চিকিৎসার জন্য গত বছর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা নিয়ে যাবার পরামর্শ দেন। কষ্ট করে খেয়ে না খেয়ে ছেলের জীবন রক্ষার্থে কিছু টাকা যোগাড় করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বিধি বাম! হাতে করে নিয়ে যাওয়া টাকায় কিছুই করা সম্ভব হয়নি। ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পর ব্যয়বহুল চিকিৎসার কথা শুনে চমকে উঠি। আমি গরীব, এত টাকা পাই কোথায়? টাকার অভাবে চিকিৎসা নিতে না পেরে ফেরত নিয়ে আসি বাড়িতে। তখন থেকে ছেলেটির বয়স বাড়ার সঙ্গে আরও লম্বা হতে থাকে। লম্বা ছেলেটির খাবারও দিতে হয় প্রচুর। বর্তমানে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসা সেবা না পেয়ে ঘরে বসে কাঁদছে জিন্নাত আলী। বিশ্বের রেকর্ড সৃষ্টি এ লম্বা ছেলেটির চিকিৎসা সেবায় হাত বাড়ানোর জন্য সরকার প্রধান শেখ হাসিনা ও দেশের দানশীল ব্যক্তিদের নিকট আবেদন করেছে জিন্নাত আলীর মা।
×