ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাবতলীতে বাসের চাকায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কার

প্রকাশিত: ০৫:৫৬, ১১ অক্টোবর ২০১৭

গাবতলীতে বাসের চাকায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গাবতলীতে বাসের চাপায় একটি প্রাইভেটকার ধুমড়ে মুচড়ে যায়। এতে দুই যাত্রী গুরুতর আহত হয়েছে। এদিকে শাহজালালে ২০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে বাসের চাপায় একটি প্রাইভেটকার ধুমড়ে মুচড়ে গেছে। এতে প্রাইভেটকারের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। দারুসসালাম থানার পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পর্বত সিনেমা হলের সামনের সড়কে একটি প্রাইভেটকার একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় পেছন থেকে একটি বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এরপর প্রাইভেটকারটি গিয়ে সামনে থাকা অপর একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দুই বাসের মধ্যে পড়ে প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে যায়। তিনি জানান, এ ঘটনায় প্রাইভেটকারে থাকা দু’জন আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শাহজালালে অবৈধ সিগারেটসহ যাত্রী আটক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটককৃত যাত্রীর নাম মোঃ সালাউদ্দিন। তার বাড়ি কক্সবাজারের চকোরিয়ায়।
×