ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহী দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ০৩:২১, ১০ অক্টোবর ২০১৭

রাজশাহী দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নওগাঁর একটি মামলার আলামত হিসেবে তার কাছে থাকা টাকা হারিয়ে যাওয়ার ঘটনায় দুদকের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাজশাহী দুর্র্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সুত্র জানায়, ২০১৫ সালের ২৩আগস্ট নওগাঁয় জেলা মৎস্য কর্মকর্তা মো. ওবাইদুল্লাহকে তার কার্যালয় থেকে ১০ হাজার টাকাসহ হাতেনাতে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করে দুদক। নওগাঁ মৎস্যবীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মো. মাহফুজার রহমান জেলা মৎস্য অফিস থেকে ভবিষ্যৎ তহবিলের টাকা উত্তোলনের জন্য জেলা কর্মকর্তা মো. ওবাইদুল্লাহের কাছে আবেদন করলে তিনি তার কাছে থেকে উৎকোচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করেন এবং এক পর্যায়ে ১০ হাজার টাকা চুক্তি হয়। এরপর খামার ব্যবস্থাপক মো. মাহফুজার রহমান বিভাগীয় দুদক অফিসে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জেলা মৎস্য কর্মকর্তার নিজ কার্যালয় থেকে ঘুষ নেওয়া ১০হাজার টাকাসহ মো. ওবাইদুল্লাহকে গ্রেফতার করা হয়। ওই মামলার আলামতের ১০ হাজার টাকা রাখা ছিল সহকারী পরিচালক আমিনুর রহমানের কাছে। নওগাঁর আটক মৎস্য কর্মকর্তার কাছ থেকে জব্দ করা এক হাজার টাকার ১০টি নোট সহকারী পরিচালক আমিনুর রহমানের হেফাজতে ছিল। নির্দিষ্ট নম্বরের নোটগুলোর কথা মামলার এজাহারেও উল্লেখ করা হয়। কিন্তু সম্প্রতি হাজার টাকার জব্দ করা নোট ১০টি তদন্ত কর্মকর্তার কাছ থেকে গায়েব হয়ে যায়। বিষয়টি দুদকের অভ্যন্তরীণ তদন্তে ধরা পড়ে। আমিনুর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে শোকজ করা হয়। কিন্তু তার দেওয়া জবাব অগ্রহণযোগ্য হওয়ায় দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলা করার অভিযোগ প্রমাণিত হয়। শেষে মঙ্গলবার তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। সাময়িক বরখাস্তের পর আমিনুর রহমানকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
×