ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় জলমহাল নিয়ে সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ০২:২১, ১০ অক্টোবর ২০১৭

নেত্রকোনায় জলমহাল নিয়ে সংঘর্ষে  আহত ২০

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলার খালিয়াজুরি উপজেলার সদর ইউনিয়নের মুজিবনগর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলোঃ সাদ্দাম, শাহ আলম, নবীকুল, মমিন, মফিজ উদ্দিন, সেন্টু, নজরুল, আকলিমা, ইয়ামিন, আফজাল, নূর ইসলাম, আব্দুল হক, ইসমাইল, জজ মিয়া, জালাল ও মোক্তার। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। জানা গেছে, মুজিবনগর গ্রামের বৌলাই জলমহালের (উন্মুক্ত জলাশয়) মাছ ধরাকে কেন্দ্র করে ফরিদ মেম্বার ও সাদ্দাম হোসেনের লোকজনদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন জলমহালটির দখল নিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ঘটনাস্থলে খালিয়াজুরি থানার পুলিশও উপস্থিত ছিল। পুলিশের সামনেই দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাপিয়ে পড়ে। লাঠিচার্জ করে পুলিশ তাদের শান্ত করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ আলী মিয়া, গিয়াস উদ্দিন, জালাল মিয়া ও নান্নু মিয়া নামে চারজনকে গ্রেফতার করা হয়। খালিয়াজুরি থানার ওসি মোঃ মহসীন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×