ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় র‌্যাবের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০১:১১, ১০ অক্টোবর ২০১৭

নওগাঁয় র‌্যাবের হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে নওগাঁ শহরের ৭টি ক্লিনিকে র্যা বের ভ্রাম্যমাণ আদালত সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। র্যা বের এ ভ্রাম্যমান আদালত পরিচালনাকে হয়রানি দাবি করে এর প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ধর্মঘট পালন করে নওগাঁর ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ধর্মঘট পালন করে নওগাঁ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সংগঠন। এদিকে ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা মানুষজন। মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এ্যান্ড ডায়গনষ্টিক সেন্টার এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির নওগাঁ শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকা। সংবাদ সম্মেলনে বলা হয়, ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারের মালিকরা ভ্রাম্যমাণ আদালতের পক্ষে। কিন্তু সোমবার সকাল ১০টায় র্যা ব অভিযানে এসে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের মালিক ও স্টাফদের অবরুদ্ধ করে ফেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষ না হওয়া পর্যন্ত (রাত ৮টা) সবাই অবরুদ্ধ হয়ে থাকে। এমনকি কাউকে মোবাইলফোন পর্যন্ত ব্যবহার করতে দেয়া হয়নি। ক্লিনিকের লাইসেন্স নবায়ন না করা, মেঝে-দেয়ালে ধূলা-বালি জমে থাকার মতো ছোট ছোট অপরাধের জন্য ৩০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের নামে হয়রানি বন্ধের প্রতিশ্রুতি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ডা. রেজাউল মাহমুদ, প্রাইম ল্যাব হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের মালিক ডা. এস্কেন্দার আহমেদ, আবু হেনা মোস্তাফা কামাল, নাজমুল হুদা জুয়েল, ডা. আজিজুল আলম, দেওয়ান রেজাউন নবী, ডা. এমএম জাহেদুল ইসলামসহ অন্যান্য ক্লিনিক মালিকরা । র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা আনিসুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতা নিয়ে সারা দেশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বেশ কিছু দিন ধরে র্যা বের অভিযান চলছে।
×