ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

প্রকাশিত: ০১:১১, ১০ অক্টোবর ২০১৭

নওগাঁয় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নওগাঁর ধামইরহাট ও পতœীতলা থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও হেরোইনসহ বিভিন্ন মামলার ১১জনকে গ্রেফতার করেছে। ধামইরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে সাগর (২৬) নামে এক হেরোইন ব্যবসায়ীসহ খুন, মাদক ও গ্রেফতারী পরোয়ানামূলে ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হেরোইন ব্যবসায়ী সাগর পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার হারাইল গ্রামের মৃত বেলাল সরদারের পুত্র। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মুঃ রকিবুল ইসলাম জানান, সাগরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও খুন, চুরি, মাদক এবং গ্রেফতারী পরোয়ানা মূলে আরো ৮ জনকে গ্রেফতার করা হয়। অপরদিকে পতœীতলা থানার পুলিশ মঙ্গলবার উপজেলার মোবারকপুর ও আমাইড় অষ্টোমাত্রা ত্রি-মাহনী মোড়ে পৃথক অভিযান চালিয়ে ২শ’ পিচ ইয়াবা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে। এদিন সকাল ৯টায় উপজেলার মোবারকপুর কাঁচা রাস্তার সন্নিকটে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার ভাদসা পশ্চিম পাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের পুত্র আলতাফ হোসেন (৪০) কে ২শ’ পিচ ইয়াবাসহ আটক করে। একইদিন রাত আনুঃ সাড়ে ১২টায় উপজেলার আমাইড় অষ্টোমাত্রা ত্রি-মাহনী মোড়ে অভিযান চালিয়ে অষ্টোমাত্রা এলাকার মৃত কায়েশ উদ্দীনের পুত্র বেলাল হোসেন (৪০) কে ১৫০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পতœীতলা থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা হয়েছে।
×