ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রকাশিত: ০১:০৬, ১০ অক্টোবর ২০১৭

নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ ঢাকার মিরপুরে র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুল্লাহর দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাকৃতরা হলো- সম্রাট মিয়া (৩০) ও শাহাদত হোসেন (২৮)। সোমবার রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাব-১২ এর ৩নং কোম্পানীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। টাঙ্গাইল র‌্যাব কার্যালয়ে র‌্যাব-১২ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি সেলিম জাহাঙ্গীর মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, ইতিপুর্বে টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গায় জঙ্গী আস্তানা থেকে গ্রেফতার হওয়া জেএমবির জঙ্গিদের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, ঢাকার মিরপুরে অভিযানে নিহত আব্দুল্লাহর বাড়িতে গত ২৫ আগস্ট বৈঠকে তারা স্বশরীরে অংশগ্রহন করেছিল। এ সময় তারা বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করেছিল। যা র‌্যাবের প্রো-এক্টিভ অভিযানে ভেস্তে যায়। বিশ্বব্যাপি মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ও ইসলামী শরিয়া আইন চালু করতে চায়। এই মতবাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্ন জিহাদি পোষ্ট, জিহাদি পিডিএফ ফাইল মনোযোগ দিয়ে পড়তো। একই সাথে তাদের সহযোগীদের ধ্বংসাত্মক পরিকল্পনা করতে আকৃষ্ট করতো। এভাবেই তারা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। গত ১০ সেপ্টেম্বর তারা নারায়নগঞ্জে বৈঠক করে। ওই বৈঠকে তারা বিভিন্ন জায়গায় ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান র্যাবের অধিনায়ক। জঙ্গী শাহাদতের বাড়ি সিরাজগঞ্জের সাহেদনগর গ্রামে। বাবার নাম গোলাম মোস্তফা আর সম্রাটের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার শেখুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তাদেরকে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
×