ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের ছোবলে লন্ডভন্ড দুই শতাধিক ঘবরাড়ি ॥ নিহত ১

প্রকাশিত: ০১:০৪, ১০ অক্টোবর ২০১৭

রাজশাহীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের ছোবলে লন্ডভন্ড দুই শতাধিক ঘবরাড়ি ॥ নিহত ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ কখনো ভারী, কখনো ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই রাজশাহীর বাঘায় আকষ্মিক ঘুর্নিঝড়ে (টর্ণেডো) লন্ডভন্ড হয়ে গেছে ৮ টি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি। ভেঙ্গে গেছে অসংখ্য গাছপালা, উড়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানের টিন। ঝড়ের কবলে পড়ে ছাদের আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার আড়ানী ও বাউসা ইউনিয়নের উপর দিয়ে হঠাৎ প্রবল বেগে এ ঝড় বয়ে যায়। ঘটনার পর এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে কখনো অঝরে আবার কখনো ঝিরঝিরে বৃষ্টি ঝরছে। তবে দুপুর পৌনে ১ টার আকষ্মিক ঘুর্ণিঝড় আঘাত হানে। এতে উপজেলায় আড়ানী ইউনিয়নের-হরিপুর, বেড়েরবাড়ি, ঝিনা, নুরনগর, গোচর ও খয়েরমিল এবং বাউসা ইউনিয়নের দিঘা ও খাগর বাড়িয়া এলাকার শতাধিক ঘরবাড়ি বিধস্ত হয়। ঝড়ের কবলে পড়ে বাইসাইকেল থেকে পড়ে মারা গেছেন গোচর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ছাদের আলী (৫৫)। বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক জানান, প্রবল বেগে হঠাৎ ঘুর্ণিঝড় বয়ে যায় উপজেলার প্রায় ৪ কিলোমিটার এলাকায়। এতে ঘরবাড়ির পাশাপাশি মসজিদ, মন্দিরসহ অনেকের ঘরবাড়ির চালা উড়ে যায়। এতে উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ২ শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে জমির ফসলসহ অসংখ্য গাছ-পালা। এলাকাবাসী জানান, কোনো কিছু বুঝে উঠার আগেই প্রবল বেগে আঘাত হানে ঘুর্ণিঝড়। বৃষ্টির মধ্যে আগে এলাকায় এমন প্রবল ঝড় কোনোদিন দেখেন নি বলে জানান তারা। উপজেলার আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, হঠাৎ ঘুর্ণিঝড়ে তাঁর এলাকার ৬ টি গ্রাম তছনছ হয়ে গেছে। রাস্তায় গাছপালা ভেঙ্গে যাওয়ার কারনে যানবাহন চলাচল করতে পারছে না। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো রাতে কোথায় ঘুমাবে তা নিয়ে এখন সবায় দিশেহারা। এদিকে ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম। ইউএনও বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি রাজশাহী জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান দেবেন বলে আশ্বস্ত করেন। ঝড়ের কবলে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যুর কথা স্বীকার করে ইউএনও সাংবাদিকদের বলেন, তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এদিকে নি¤œচাপের প্রভাবে রাজশাহী অঞ্চলে সোমবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকে মাত্রা বেড়েছে বৃষ্টিপাতের। এতে সকালেই কর্মমূখি মানুষ চরম বিড়ম্বনায় পড়েন। রাজশাহী নগরীর অনেক নি¤œাঞ্চলে বৃষ্টির পানি জমে গেছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায় সোমবার রাত থেকে মঙ্গলবার বেলা ৩ টা পর্যন্ত রাজশাহীতে ৫৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
×