ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে ৪ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় র‌্যালী

প্রকাশিত: ২১:২৩, ১০ অক্টোবর ২০১৭

কালকিনিতে ৪ শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের প্রতিষ্ঠিত কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ডাসার সরকারি শেখা হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজ থেকে ৪জন শিক্ষার্থী এবারের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন সুমাইয়া সুলতানা রিয়া(সলিমুল্লাহ কলেজ), মৌমিতা জামান ইলা(বরিশাল কলেজ), মোসাম্মাৎ সুমাইয়া(কুমিল্লা কলেজ) ও সুমাইয়া জান্নাত(কুমিল্লা কলেজ)। তাদের সাফল্যের খবরে আজ মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে আনন্দ ‌্যালী ও মিষ্টি বিতরন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এবছরে এ কলেজটি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে জেলার শীর্ষস্থানে রয়েছেন। ‌্যালী উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, শিক্ষক দেলোয়ার হোসেন বাবলু ও মার্জিয়া আক্তারসহ অনেকে। এ ব্যাপারে জেলার দুইবারের শ্রেষ্ঠ অধ্যক্ষ জাকিয়া সুলতানা বলেন, আমাদের কলেজ ধারাবাহিকভাবে একের পর এক সাফল্য অর্জন করে আসছে। এবং কি পরপর দুইবার ঢাকা শিক্ষা বোর্ড অঞ্চলে শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছেন।
×