ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ২০:০২, ১০ অক্টোবর ২০১৭

নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নড়াইলে বরেণ্য চিত্রকর, মাটি ও মানুষের শিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শিল্পীর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানান। এছাড়া কোরআনখানি, মাজার জিয়ারত, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন উদ্যোগে মঙ্গবার সকালে বরেণ্য এই চিত্র শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমি, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মুর্ছনা সঙ্গীত নিকেতন, নড়াইল প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় শিল্পীর লালিত স্বপ্নের শিশুস্বর্গে শতাধিক শিশুর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অংশগ্রহণকারী নড়াইলের ক্ষুধে শিল্পীদের রঙ তুলিতে বিভিন্ন দৃশ্য ফুটে ওঠে। পরে শিশুস্বর্গ হলরুমে শিল্পীর কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা করেন নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার শীল, চারণ কবি রওশন আলী, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, চিত্রশিল্পী বলদেব অধিকারী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোঃ আলমগীর সিদ্দিকী প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সুলতান ভক্তরা উপস্থিত ছিলেন।
×