ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় ৫৪টি মোটরসাইকেল আটক

প্রকাশিত: ০২:২৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

পটিয়ায় ৫৪টি মোটরসাইকেল আটক

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাম্বার ও কাগজপত্রবিহীন ৫৪টি মোটরসাইকেল আটক করেছে। সোমবার দুপুরের পর থেকে পৌর এলাকা ও চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়ায় একটানা এ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করে। দীর্ঘদিন ধরে পটিয়া সদর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নাম্বার ও কাগজপত্রবিহীন শত শত মোটরসাইকেল চলাচল করে আসছিল। অপরাধ সংঘটিত হওয়ার আশংকায় পুলিশ অভিযান শুরু করেছে। পুলিশ জানান, মহা সড়ক পটিয়া সদরের মাঝখান দিয়ে যাওয়ার কারণে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার শত শত মোটরসাইকল চলাচল করে থাকে। বেশকিছু মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন নেই এবং চোরাই মোটরসাইকেলও রয়েছে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে মোটরসাইকেল আটক অভিযান শুরু হয়েছে। প্রথম দিনেই ৫৮টি মোটরসাইকেল আটক করা হয়। তার মধ্যে ৪টির বৈধ কাগজপত্র থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে, দীর্ঘদিন দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেল চোরের একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা এক উপজেলা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য উপজেলায় গোপনে বিক্রী করে থাকেন। পটিয়া নিউরন ডায়গনেস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোঃ শাহেদের একটি এফ,জেড মডেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও পুলিশ তা উদ্ধার করতে পারেনি। বরঞ্চ চোরাই মোটরসাইকেল পটিয়া থানার সাবেক এসআই কুতুব উদ্দিন উদ্ধার করার পর তা পরবর্তীতে গোপনে বিক্রী করে দেওয়ার অভিযোগ ছিল। এ ব্যাপারে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নেয়ামত উল্লাহ জানিয়েছেন, নাম্বারবিহীন, কাগজপত্রবিহীন ও চোরাই মোটরসাইকেল পটিয়াতে কোনভাবে চালানো যাবে। আটক ৫৮টি মোটরসাইকেলের মধ্যে কাগজপত্র ঠিক থাকায় ৪টি ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকীগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া মোটরসাইকেল চোরের সিন্ডিকেটকে ধরতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
×