ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করুন

প্রকাশিত: ০২:২০, ২৬ সেপ্টেম্বর ২০১৭

গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ রোহিঙ্গা মুসলিমদের ওপর পরিচালিত ভয়াবহ গণহত্যা ও নির্যাতনের ঘটনা তদন্তে অবিলম্বে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন’ চত্বরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবীর কথা জানা। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদ এবং অবিলম্বে নির্যাতন বন্ধের দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে এ মনববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ, সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক অধ্যাপক মো. সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, অবিলম্বে মিয়ানমারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে। আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবর্তন ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রোহিঙ্গা সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার দাবী জানিয়ে তিনি বলেন, ১ হাজার বছর ধরে রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে বসবাস করে আসছে। অথচ নিজ দেশে বারবার তাদের বর্বর নির্যাতন ও নিপীড়নের শিকার হতে হচ্ছে। মিয়ানমার শাসক গোষ্ঠীর এই মানবতা বিরোধী কর্মকা-ের বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিশ্চিহ্ন করেণের যে ঘটনা তা আন্তর্জাতিক একটি অনুসন্ধানী দলের অনুসন্ধানে প্রমাণিত। এই অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক বিচারের মাধ্যমে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে। যাতে কেউ মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া সাহস না পায়।
×