ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে ছিনতায়ের মামলায় ১ জনকে ৪ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ০২:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ঝালকাঠিতে ছিনতায়ের মামলায় ১ জনকে ৪ বছরের সশ্রম কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ব্যাবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার দায়ে মো: ইলিয়াস হাওলাদারকে ৪ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ৬ মাসের দন্ডাদেশ প্রদান করেছে। মঙ্গলবার এই আদালতের বিচারক মো: আবু শামীম আজাদ এই রায় প্রকাশ করেন তবে সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিল। সাজাপ্রাপ্ত আসামী মো: ইলিয়াস হাওলাদার কাঠালিয়া উপজেলার জোরখালী গ্রামের মৃত: আব্দুস সত্তার হাওলাদারের পুত্র। ২০১৫ সালের ১৬ জুন দুপুর ১ টায় সোনাউঠা গ্রামের বাসিন্দা আমুয়ার ব্যবসায়ী শাহীন ওরফে সবুজ গোলদারকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছ থেকে লক্ষাধিক টাকা সিনিয়ে নেওয়ার অভিযোগ এনে সবুজ গোলদারের ভাই পলাশ গোলদার কাঠালিয়া থানায় মামলা দায়ের করেছিল। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই ৩১ জুলাই ২০১৫ তারিখ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
×