ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁ জেলায় মাদক বিরোধী অভিযান॥ আটক ২

প্রকাশিত: ০১:৫২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁ জেলায় মাদক বিরোধী অভিযান॥ আটক ২

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শারদীয় দূর্গা পুজোকে ঘিরে নওগাঁ জেলা জুড়ে চলছে পুলিশের মাদক বিরোধী আভিযান। গত ২৪ ঘন্টার ব্যবধানে জেলার আত্রাই, মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ৩ মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেছে। জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর আত্রাইয়ে চোলাই মদসহ শ্রী মিলন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করে পুলিশ। ধৃত মিলন উপজেলার খোলাপাড়া গ্রামের মৃত যুগল চৌধুরীর পূত্র।তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদসহ উদ্ধার করে পুলিশ।এ ব্যাপারে আত্রাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া জেলার বদলগাছী উপজেলায় ৮শ’ পিচ ইয়াবাসহ আব্দুস ছাত্তার লেব (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। সোমবার বিকেলে বদলগাছী উপজেলার জগতনগর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্তার বদলগাছী উপজেলার জগতনগর গ্রামের মৃত আকালু সরদারের ছেলে। ডিবির ওসি জাকিরুল ইসলাম জানান, ছাত্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অপরদিকে সোমবার সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়ন কমিউনিটিং পুলিশিং ফোরাম স্থানীয় বাগডোব বাজারে সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশের আয়োজন করে। স্থানীয় ইউপি চেয়াম্যান মাহামুদান নবী রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন। ওই সমাবেশে এলাকার কুখ্যাত ৩ মাদক ব্যাবসায়ী তাদের ভুল বুঝতে পেরে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার লক্ষ্যে ওই সমাবেশে আত্মসর্ম্পণ করে। আত্মসর্ম্পণকারীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জেলার পুলিশ সুপার।
×