ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের বিভিন্ন স্থানে দূর্গা পূজার শুরুর খবর

প্রকাশিত: ০১:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৭

দেশের বিভিন্ন স্থানে দূর্গা পূজার শুরুর খবর

আমতলী : নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) ॥ বরগুনার আমতলী-তালতলীতে ২৫ টি মন্দিরে শারদীয় দূর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষে থেকে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। জানাগেছে, দু’উপজেলার আমতলীতে ১৩ ও তালতলীতে ১২ টি মন্দিরে এ বছর শারদীয় দূর্গা পুজা উদযাপনের জন্য প্রস্তুতি নিয়েছে। সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আমতলীতে ১৩ টি মন্দিরে গ্রাম পুলিশ ৪৪, আনসার ভিডিপি ৮৬ , সেচ্ছাসেবক ১৩০ , পোষাক ও সাদা পোষাকে ৫২ পুলিশ ও তালতলীতে ১২ টি মন্দিরে গ্রাম পুলিশ ৫০, আনসার ভিডিপি-১১২, সেচ্ছাসেবক ১২০, পোষাক ও সাদা পোষাকে ৩০ জন পুলিশ দায়িত্ব পালন করবে। উপজেলা প্রশাসন আমতলীতে সারে ছয় মেট্রিক টন ও তালতলীতে ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। নেত্রকোনা : নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে জেলার ৪শ ৫৫টি পূজা ম-পে সাড়ম্বরে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। বর্ণিল আলোকসজ্জা, আকাশচুম্বি তোরণ ও বাহারি প্যান্ডেলে বর্ণিল করে সাজানো হয়েছে প্রতিটি পূজা ম-প। এদিকে পূজা উপলক্ষে জেলা শহর ও প্রতিটি উপজেলা সদরের গার্মেন্টস, শাড়ি, কাপড় ও জুতার দোকানগুলোতে কেনাকাটার ধূম চলছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি মঙ্গল চন্দ্র সাহা জানিয়েছেন, এ বছর নেত্রকোনা পৌরসভায় ৪৬টিসহ সদর উপজেলায় ১শটি, বারহাট্টায় ৪৯টি, দুর্গাপুরে ৫৬টি, কলমাকান্দায় ৫৪টি, খালিয়াজুরীতে ২৭টি, আটপাড়ায় ৩৬টি, মদনে ১৪টি, কেন্দুয়ায় ৩৯টি, পূর্বধলায় ৪৯টি এবং মোহনগঞ্জের ৩১টি পূজা ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে সরকারী অনুদান হিসেবে জেলা প্রশাসন প্রতিটি পূজা ম-পের বিপরীতে ৫শ কেজি করে চাল বিতরণ করেছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ প্রশাসন। প্রতিটি পূজা ম-পে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার। পাবনা : নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ দুর কৈলাশ থেকে নৌকায় দেবীদূর্গায় পিতৃগৃহে আগমনে মন্দিরে মন্দিরে ঢাক-ঢোল, উলুধ্বনি আর পুরোহিতের উচ্চকণ্ঠে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। এবার জেলায় ৩’শ ১৭ টি মন্দিরে উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গাপুজা শুরু হয়েছে। পাবনা সদর উপজেলায় ৪৪ টি, সুজানগরে ৫৩ টি, বেড়ায় ১৮ টি, সাঁথিয়ায় ৪৫ টি, ফরিদপুরে ১৩ টি, ভাঙ্গুড়ায় ১৮ টি, চাটমোহরে ৪৮ টি, আটঘোরিয়ায় ১৫ টি, ঈশ^রদীতে ২৫ টি, আতাইকুলা থানায় ১৭ টি ও আমিনপুর থানায় ৩১ টি। এ উপলক্ষে মন্দিরে মন্দিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা দেয়া হয়েছে। শেরপুর : নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ দেবীর বোধনের মধ্য দিয়ে শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে প্রতিটি মন্ডপে ঘট স্থাপনের মাধ্যমে ষষ্ঠী পূজার কল্পারম্ভাদি করা হয়। পরে দেবীর বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গা পূজা শুরু হয়। ওইসময় প্রতিটি মন্ডপে বিপুলসংখ্যক হিন্দু পূণ্যার্থী বিশেষ প্রার্থনায় অংশ গ্রহণ করেন। এ বছর জেলায় সর্বোচ্চ ১৫৩টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গা পূজা নিরাপদ ও নির্বিঘেœ অনুষ্ঠানের জন্য তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। দিনাজপুর: স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মঙ্গলবার থেকে দিনাজপুরে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজা উপলক্ষে বিতরণ করা হয়েছে ৬শ’ ২০ মেট্রিক টন চাল। মঙ্গলবার থেকে দিনাজপুরের ১৩টি উপজেলা ও ৯টি পৌর এলাকার ১ হাজার ২শ’ ৪০টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার ছিল ষষ্ঠী। পুজা, আরতি, অঞ্জলি নিবেদনসহ সম্পন্ন করা হয় দুর্গাপূজার যাবতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান। মন্দির ঘিরে নেয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা। প্রায় ১৩ হাজার পুলিশ ও আনসার সদস্য অস্ত্র ও লাঠি নিয়ে সার্বক্ষনিক মন্দিরে মন্দিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ৪ প্লাটুন বিজিবি ও ২ প্লাটুন র্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ২৬ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের জন্য নিযুক্ত হয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোকলেসুর রহমান জানান, এবছর ১ হাজার ২শ’ ৪০টি পুজা মন্ডপের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬শ’ ২০ মেট্রিক টন চাল। সরকারী সহায়তা হিসেবে প্রতি মন্ডপ ৫০০ কেজি করে চাল পেয়েছে।
×