ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষককে মারধরের ঘটনায় মামলা

প্রকাশিত: ০০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাবি শিক্ষককে মারধরের ঘটনায় মামলা

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) এক শিক্ষককে মারধরের ঘটনায় ইভিনিং কোর্সের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মারধরের শিকার শিক্ষক। সোমবার রাতে অধ্যাপক হাছানাত আলী বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত ছাত্রের বিচার দাবিতে মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করেছে আইবিএ ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। অধ্যাপক হাছানাত আলী জানান, সোমবার আইবিএ ভবনে আইবিএ’র নবম ডে ব্যাচের শিক্ষার্থী নাহিদ হায়দার ইন্টার্নশীপ পেপারে স্বাক্ষর করাকে কেন্দ্র করে তাকে মারধর করেন। সোমবার রাতে ওই শিক্ষক বাদী হয়ে মামলা দায়ের করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বরাবর লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। তিনি বলেন, যেহেতু আমি দায়িত্বরত অবস্থায় মারধরের শিকার হয়েছি তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক ও লজ্জাজনক। যে ছাত্র শিক্ষককে মারধর করে তার বিশ্ববিদ্যালয়ে পড়ার কোন দরকার নেই। রেজিষ্ট্রারের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হবে। আইবিএর পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর ইনস্টিটিউটে জরুরি সভায় ওই ছাত্রের ইন্টার্নশিপ রিপোর্ট জমাদানের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য ইনস্টিটিউটের অধ্যাপক মহসিন-উল-ইসলামকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে শিক্ষককে মারধরের প্রতিবাদে মঙ্গলবার সকালে আইবিএ ভবনের সামনে মানববন্ধন করেছে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষক মারধরের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও রাবি শাখা ছাত্র ফেডারেশন। মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, রাবি শিক্ষককে মারধরের ঘটনায় নাহিদ হায়দার নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে।
×