ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ০০:০৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের পুকুরে গোসল নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম রাতুল ইসলাম। সে নগরীর লোকনাথ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র এবং হোসনিগঞ্জ এলাকার লাভলুর ছেলে। রাজশাহ সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, রাতুল তার কয়েকজন বন্ধুকে নিয়ে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশের ওই পুকুরে দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করতে নামে। এক পর্যায়ে রাতুলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার স্টেশনের ডুবরী দল গিয়ে পানিতে তল্লাশি করে রাতুলকে উদ্ধার করে। এরপর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ওই পুকুরে ডুবে কামাল হোসেন (৭০) নামের এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়। তিনি ওইদিন দুপুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।
×