ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১, আহত ২

প্রকাশিত: ২৩:৫১, ২৬ সেপ্টেম্বর ২০১৭

সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১, আহত ২

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযানে পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় শহিদুল ইসলাম (৩০) নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা। এ ঘটনায় পুলিশের এসআই মামুন-উল-আবেদসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ হামলার ঘটনায় মাসুদ গাজী (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টায় মিজমিজি পশ্চিমপাড়া এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, সোমবার রাত ১১টায় এসআই মামুন-উল-আবেদের নেতৃত্বে একটি টিম মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযানে বের হয়। এ সময় পুলিশ চিহ্নিত মাদক বিক্রেতা শহিদুল ইসলামকে ইয়াবাসহ আটক করে। পরে আটককৃত শহিদুলের চিৎকারে তার দুলাই ভাই, বাবা, বোন ও সহযোগীরা এগিয়ে এসে পুলিশ সদস্যের উপর ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এ সময় তারা শহিদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় এসআই আবেদ ও কনস্টেবল দেলোয়ার হোসেন আহত হয়। আহতদেরকে নগরীর খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মাদক বিক্রেতা শহিদুল ইসলামের ভগ্নিপতি মাসুদ গাজীকে আটক করেছে। তিনি আরও জানান, মঙ্গলবার সকালে পুলিশের উপর হামলার ঘটনায় এসআই আবেদ বাদী হয়ে শহিদুল ইসলামসহ ৫ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। পুলিশের উপর হামলার ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
×