ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইফাদ অটোর রাইট শেয়ার অনুমোদন

প্রকাশিত: ২৩:২৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ইফাদ অটোর রাইট শেয়ার অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোসের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় কোম্পানিটির রাইট ইস্যুর অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, কোম্পানিটি ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে প্রতিটি রাইট শেয়ার ছাড়বে। প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ২টি করে রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি। প্রসঙ্গত, ২০১৫ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় ইফাদ অটোস লিমিটেড। এই কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই-মার্চ মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫ পয়সা; যা আগের বছর ৩ টাকা ৬১ পয়সা ছিল। সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি’১৭-মার্চ’১৭) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে যা ৯৬ পয়সা ছিল। ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত ইফাদ অটোস লিমিটেডের শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৬ টাকা ৯৫ পয়সা। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে আছে এই কোম্পানির শেয়ার। উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে ব্যানকো ফাইন্যান্স অ্যন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আলফা ক্যাপিটাল লিমিটেড।
×