ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কুর্দিস্তানে গণভোট নিয়ে এরদোয়ানের হুমকি

প্রকাশিত: ১৮:৩১, ২৬ সেপ্টেম্বর ২০১৭

কুর্দিস্তানে গণভোট নিয়ে এরদোয়ানের হুমকি

অনলাইন ডেস্ক ॥ ইরাকে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে স্বাধীনতার ওপর আয়োজিত গণভোটের পরিপ্রেক্ষিতে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন সীমান্তবর্তী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্থানীয় সময় সোমবার ইস্তাম্বুলে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান এ হুমকি দেন। আলজাজিরার খবরে বলা হয়, আঞ্চলিক উত্তেজনা ও আন্তর্জাতিক বিরোধিতার মধ্যেই সোমবার গণভোট অনুষ্ঠিত হয় কুর্দিস্তানের এরবিল ও ইরাকের রাজধানী বাগদাদের মধ্যবর্তী অমীমাংসিত অঞ্চল এবং তেলসমৃদ্ধ কিরকুকে। একই দিনে দেওয়া এক বক্তব্যে এরদোয়ান বলেন, ‘যেকোনো ধরনের ব্যবস্থা নিতে ইরাকের সীমান্তে আমাদের সশস্ত্র বাহিনী তৈরি আছে।’ তিনি বলেন, এই গণভোটের পরিপ্রেক্ষিতে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) তেল রপ্তানি আটকে দিতে পারে তুরস্ক। ‘আমরা তুরস্ক থেকে কাউকে বা কোনো কিছু ইরাকে প্রবেশ করতে দেবো না। আমরা সীমান্ত বন্ধ করে দেবো। সীমান্ত দিয়ে কোনো কিছুই যেতে পারবে না’, বলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, ইরাকের সঙ্গে তুরস্কের একমাত্র স্থলসীমান্ত হাবুরের প্রবেশ-প্রস্থান বন্ধ করে দেওয়া হবে। ‘এর পর দেখি কোন পথ দিয়ে তারা তেল পাঠায়…তারা কাদের কাছে তেল বিক্রি করে। কপাট আমাদের হাতে। আমরা আটকানোর সঙ্গে সঙ্গে এটা (রপ্তানি) বন্ধ হয়ে যাবে’, যোগ করেন এরদোয়ান।
×