ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

১১ বছরের মেয়ে চিঠিতে ট্রাম্পকে যা লিখলো...

প্রকাশিত: ১৮:২৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

১১ বছরের মেয়ে চিঠিতে ট্রাম্পকে যা লিখলো...

অনলাইন ডেস্ক ॥ বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ প্রতিবছর দুই ডিগ্রি কমিয়ে আনতে ২০১৫ সালে ঐতিহাসিক প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিতে ১৯৫টি দেশের মধ্যে ১৮৭টি দেশ স্বাক্ষর করেছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিস চুক্তি সমর্থন করে স্বাক্ষর করলেও সেই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়ে বিশ্ববাসীর কাছে সমালোচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মিত্র ইউরোপীয় ইউনিয়ন নেতৃবৃন্দের কথায়ও কর্ণপাত করছেন না ট্রাম্প। এবার সেই ট্রাম্পকেই কি না জলবায়ু ইস্যুতে নমনীয় হতে চিঠি লিখে বসেছে এক পুঁচকে মেয়ে। মাত্র ১১ বছর বয়সী এই পুচকে মেয়ে অস্ট্রিয়ার ভিয়েনার বাসিন্দা। পউলা নামের ১১ বছর বয়সী ঐ মেয়ে চিঠির শুরুতে নিজের পরিচয় দেয়। এরপর ট্রাম্পকে বলে, জলবায়ু পরিবর্তন একটা সত্যি ঘটনা। ট্রাম্প বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাওতাবাজি’ বলে অভিহিত করেছিলেন। তাই তার এই ধরনের চিন্তাও পরিহার করতে বলে পউলা। সর্বোপরি আমাদের একটাই পৃথিবী তাই এটিকে রক্ষায় ট্রাম্পকে তার সিদ্ধান্ত বদলের অনুরোধ করে শিশুটি। পউলার চিঠিটি অনলাইনে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। এনডিটিভি।
×