ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা॥ নবম ও দশম শ্রেণি

প্রকাশিত: ০৭:০১, ২৬ সেপ্টেম্বর ২০১৭

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা॥ নবম ও দশম শ্রেণি

দ্বিতীয় অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি ॥ ৫ বহুনির্বাচনী ॥ ৩০ (পূর্ব প্রকাশের পর) ১৬। ”হে পার্থ যে আমাকে যেভাবে উপাসনা করে,আমি তাকে সেভাবেই তুষ্ট করি”-কে বলেছেন? (ক) শ্রীচৈতন্য (খ) শ্রীবলরাম (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) শ্রীকৃষ্ণ। ১৭। যার পাপ বিনষ্ট হয়- (ক) কৃষ্ণভক্তের (খ) অর্জুনভক্তের (গ) জ্ঞানীর (ঘ) ভক্তের। ১৮। বিকর্ম বলতে যা বোঝায়- (ক) শাস্ত্রবিহীত কর্ম (খ) শাস্ত্র নিষিদ্ধ কর্ম (গ) না করা কর্ম (ঘ) সকাম কর্ম। ১৯। মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কী ? (ক) মোক্ষলাভ (খ) সম্মান (গ) সামাজিক স্বীকৃতি (ঘ) সম্পদ। ২০। যোগ সাধনার সব্বোর্চ্চ স্তর কোনটি ? (ক) ধ্যান (খ) ধারনা (গ) জ্ঞান (ঘ) সমাধি। ২১। যিনি পরমেশ্বরের জ্ঞানাদি শক্তির দ্বারা আবিষ্টÑ (র) শ্রীচৈতন্য (রর) শ্রীরামকৃষ্ণ (ররর) শ্রী অক্ষরানন্দ নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। আসন বলতে কী বোঝায়? (ক) দেহভঙ্গি (খ) স্থিরতা (গ) অস্থিরতা (ঘ) অঙ্গভঙ্গি। ২৩। শ্রদ্ধার সাথে শাস্ত্র নির্ধারিত ব্রত উদ্যাপন করাকে কী বলে ? (ক) ব্রততা (খ) ঈশ্বরপ্রেম (গ) পূজা (ঘ) তপস্যা। ২৪। যিনি অত্যাচারী রাবণের বিনাশ সাধন করেন- (ক) অবতার শ্রীরামচন্দ্র (খ) অবতার শ্রী বলরাম (গ) শ্রীচৈতন্যদেব (ঘ) শ্রীকৃষ্ণ। ২৫। ভগবান যে রূপে অবতীর্ন হয়ে অত্যচারী দৈত্যরাজ হিরণ্যকুশ্যিপুকে বধ করেন- (ক) পশুরাম (খ) বলরাম (গ) কঙ্কি (ঘ) নৃসিংহ। ২৬। শ্রীকৃষ্ণকে মহাবতারী বলা হয় কেন ? (ক) তিনি স্বয়ং ভগবান বলে (খ) তাঁর দশটি অবস্থা আছে বলে (গ) তিনি সকলের নেতা বলে (ঘ) ঈশ্বর তাকে ভালোবাসেন বলে। ২৭। অবতার শব্দের অর্থ কী ? (ক) নিচ থেকে উপরে উঠা (খ) ডান থেকে বামে যাওয়া (গ) উপর থেকে নিচে নামা (ঘ) সামনে থেকে পিছনে যাওয়া। ২৮। ’যম’শব্দটি মূলত কী অর্থ প্রকাশ করে ? (ক) সংযম (খ) আশ্রম (গ) পবিত্র (ঘ) শত্রু। ২৯। নৃযজ্ঞ বলতে যা বোঝায়- (ক) ভগবান সেবা (খ) অতিথি সেবা (গ) প্রতিবেশী সেবা (ঘ) জীবজন্তুর সেবা। ৩০। সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ কী হয়ে যায়? (ক) নারায়ণ (খ) ভগবান (গ) পুরোহীত (ঘ) মহাপুরুষ। উত্তর ঃ ১৬(ঘ), ১৭(গ), ১৮(খ), ১৯(ক), ২০(ঘ), ২১ (খ), ২২ (ক), ২৩(ঘ), ২৪ (ক), ২৫ (ঘ), ২৬(ক), ২৭(গ), ২৮(ক), ২৯(খ), ৩০(ক)।
×