ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এনসিএলে রাজ্জাকের ৫ উইকেটে বড় জয় খুলনার

প্রকাশিত: ০৬:১৮, ২৬ সেপ্টেম্বর ২০১৭

এনসিএলে রাজ্জাকের ৫ উইকেটে বড় জয় খুলনার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে ২৩৯ রানের বিশাল জয় তুলে নিয়েছে খুলনা বিভাগ। ৪০৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুলনার বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৫ উইকেট নিলে বরিশাল বিভাগের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৩ রানে। তবে দ্বিতীয় স্তরে চট্টগ্রাম বিভাগ-রাজশাহীর ম্যাচটি ড্র হয়েছে। বগুড়ায় ম্যাচের তৃতীয় দিন শুরু হওয়া প্রথম স্তরের রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের ম্যাচটিও ড্র হয়েছে। দ্বিতীয় স্তরে কক্সবাজারে অপর ম্যাচে ঢাকা মেট্রোপলিস-সিলেট বিভাগে লড়াইয়ে কোন বলই না হওয়াতে পরিত্যক্ত হয়েছে। রাজ্জাকের বিধ্বংসী বোলিং ॥ ৪০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনশেষে বিনা উইকেটে ৩২ রান তুলে দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু ম্যাচের চতুর্থ ও শেষদিনে তরুণ বাঁহাতি স্পিনার মইনুল ইসলামের জোড়া আঘাতে বিপাকে পড়ে বরিশাল। পরবর্তীতে রাজ্জাকের ঘূর্ণিতে আর উইকেটে ঠিকভাবে দাঁড়াতে পারেননি কোন ব্যাটসম্যান। শুধু ওপেনার ফজলে মাহমুদ একাই লড়াই করেছেন। তিনি শেষ পর্যন্ত উইকেটে থেকে ১৭১ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৮ রান করে আউট হলে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। ১৭ ওভারে ৭ মেডেনসহ মাত্র ৩২ রান দিয়ে ৫ উইকেট নেন রাজ্জাক। মইনুল নেন ৩ উইকেট। চট্টগ্রাম-রাজশাহী ॥ আগের দিনের ১ উইকেটে ১৪৭ রান নিয়ে শেষ করার পর রাজশাহী বিভাগ বিশাল সংগ্রহ গড়বে সেটাই অনুমিত ছিল। তবে চট্টগ্রামের করা ৪৩২ রান টপকাতে পারেনি তারা। জহুরুল ইসলাম (৭৯), জুনায়েদ সিদ্দিকী (৯৮ বলে ১০ চার, ২ ছক্কায় ৭৭), ফরহাদ হোসেনের (৬০) তিনটি অর্ধশতকে ৪১৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। চট্টগ্রামের পক্ষে পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩ এবং মেহেদি রানা ও ইফতেখার সাজ্জাদ ২টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রাম ১ ওভারে বিনা উইকেটে ১ রান করার পর উভয় দল ড্র মেনে নেয়। নাসির-সোহরাওয়ার্দির ঝড়ো অর্ধশতক ॥ ম্যাচের তৃতীয় দিন বল মাঠে গড়ায়। ১৭ ওভারে মাত্র ৪৯ রান করেছিল আগে ব্যাটিংয়ে নেমে রংপুর। চতুর্থ দিন তারা চার অর্ধশতকে ২ উইকেটে ২৩৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সায়মন আহমেদ (৬৩), জাহিদ জাবেদ (৫৩) এবং সোহরাওয়ার্দি শুভ (৫৩ বলে ৪ চার, ১ ছক্কায় অপরাজিত ৫৬) ও নাসির হোসেন (৩৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫২) অর্ধশতক হাঁকান। জবাবে সোহরাওয়ার্দির ঘূর্ণি বল কিছুটা বাঁধা সৃষ্টি করলেও রনি তালুকদারের ৯৬ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৬০ এবং জয়রাজ শেখের ৬৪ বলে ৬ চারে করা ৪৫ রানের ৩ উইকেটে ১৫০ রান তোলে ঢাকা বিভাগ। এরপর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
×