ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উহান ওপেন ২০১৭, প্রথম পর্ব থেকেই ইউএস ওপেনের চ্যাম্পিয়ন সেøায়ান স্টিফেন্স ও এ্যাঞ্জেলিক কারবারের বিদায়

জয় দিয়ে শুরু রাদওয়ানস্কার

প্রকাশিত: ০৬:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

জয় দিয়ে শুরু রাদওয়ানস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ উহান ওপেনে জয় দিয়ে যাত্রা শুরু করেছেন এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা, দারিয়া কাসাতকিনা এবং এলিস মার্টেন্সের মতো তারকারা। তবে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন সদ্যসমাপ্ত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন সেøায়ান স্টিফেন্স এবং বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এ্যাঞ্জেলিক কারবার। পোল্যান্ডের নবম বাছাই এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা উহান ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হন সেøাভাকিয়ার মাগদালেনা রিবারিকোভার। কঠিন লড়াইয়ের পর সোমবার রাদওয়ানস্কা ৬-৪ এবং ৭-৫ গেমে পরাজিত করেন মাগদালেনা রিবারিকোভাকে। অন্য ম্যাচে দারিয়া কাসাতকিনা ৬-১, ২-৬ এবং ৬-৩ গেমে হারান তারই স্বদেশী এ্যালিসন রিস্ককে। তবে টুর্নামেন্টের প্রথম দিনেই হতাশ করেছেন সেøায়ান স্টিফেন্স এবং এ্যাঞ্জেলিক কারবার। সদ্যসমাপ্ত ইউএস ওপেনেই টেনিস বিশ্বকে চমকে দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান স্টিফেন্স। শিরোপা জয়ের লড়াইয়ে স্বদেশী মেডিসন কেইসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর কোন টুর্নামেন্ট নিজের শোকেসে তুলেন তিনি। অথচ উহান ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। তাও আবার অখ্যাত খেলোয়াড় ইয়াং ওয়াংয়ের কাছে ৬-২ এবং ৬-২ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন ইউএস ওপেনজয়ী স্টিফেন্স। শুধু তাই নয়, এদিন লজ্জাজনকভাবে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এ্যাঞ্জেলিক কারবারও। ক্যারোলিন গার্সিয়ার কাছে হেরে উহান ওপেন থেকে বিদায় নেন জার্মান তারকা। গার্সিয়া এদিন ৩-৬, ৬-৩ এবং ৬-১ গেমে হারান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। তবে দুর্ভাগ্য মেডিসন কেইসের। ইনজুরির কারণে সোমবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। যে কারণে ৬-২ এবং ৭-৬ গেমে হেরে উহান ওপেন থেকে বিদায় নেন ইউএস ওপেনের ফাইনালিস্ট।
×