ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে দ্রুততম মঈন আলী

প্রকাশিত: ০৬:১৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ইংল্যান্ডে দ্রুততম মঈন আলী

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের মাটিতে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন মঈন আলী। ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করেছেন পাকিস্তানী বংশোদ্ভূত ইংলিশ অলরাউন্ডার। যা ইংল্যান্ডের মাটিতে রেকর্ড। ইংলিশদের মাটিতে এটাই দ্রুততম সেঞ্চুরি। ইংল্যান্ডের তো বটেই বিশ্বের কোন ব্যাটসম্যানই ইংল্যান্ডে চেয়ে কম বলে তিন অঙ্ক ছুঁতে পারেননি বিশ্বের আর কোন ব্যাটসম্যান। ৩৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড পেয়েছে ১২৪ রানের জয়। পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেছে ইয়ন মরগানের দল। তবে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় কেবলই মঈন আলী। মঈন মূলত একজন অলরাউন্ডার। স্পিন বোলার-কাম টেল এন্ডার ব্যাটসম্যান। কিন্তু এদিন উইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিং তা-ব দেখে ক্রিকেট বিশ্ব। মাত্র ১০ মিনিট। মঈন আলীর জন্য তাই যথেষ্ট। ঝড় তুললেন মাঠে। প্রতিপক্ষের বোলারদের নাস্তনাবুদ করে তাণ্ডব চালালেন। দুরন্ত সেঞ্চুরির পথে এক পর্যায়ে মাত্র ১৪ বলে করলেন ৬১ রান। একটা সময় বল আর রান সমান ছিল মঈনের। ৩৯ বলে ৩৯ রান। কিন্তু ৪৪তম ওভার থেকে তাণ্ডব শুরু করেন এই ইংলিশ ব্যাটসম্যান। মাত্র ১৪ বলে তোলেন ৬১ রান। এর ফলে সেঞ্চুরি করতে তার লাগে ৫৩ বল। সর্বোপরি ইংল্যান্ডের হয়ে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি আর ইংল্যান্ডের মাটিতে দ্রুততম শতকের মালিক এখন তিনি। ৪৪তম ওভারে ব্যাটিং তাণ্ডব শুরু করেন মঈন। কামিন্সের দ্বিতীয় বলে ছক্কা হাঁকান। পরের বল আবারো সীমানা পার করে মাঠ না ছুঁয়েই। চতুর্থ বলে ২ রান নেন। পঞ্চম বলে বাউন্ডারি। আর ওভারের শেষ বলে আবারও ছক্কা। পাঁচ বলে নিয়েছেন ২৪ রান। পরের ওভারে বল হাতে আসেন প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডার। প্রান্ত বদল করে দ্বিতীয় বলে তাকে মোকাবেলা করেন মঈন। কামিন্সের মতো তার বলেও ছক্কা। পরের দুই বলেও ছক্কা হাঁকান মঈন। অসহায় হোল্ডারকে পরের বলে দয়া দেখান মারকুট এই ব্যাটসম্যান। দুই রান নেন। ওভারের শেষ বলে বাউন্ডারি। পাঁচ বলে মঈনের সংগ্রহ আরও ২৪ রান। ৪৬ ওভারে টেইলরের একটি বল মোকাবেলা করেন মঈন। সংগ্রহ ১ রান। পরের ওভারে আবারও তাণ্ডব চালান মঈন। কারণ বোলার সেই হোল্ডার।
×