ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালের কাছে দুর্ভাগ্যের হার বাংলাদেশের

প্রকাশিত: ০৬:১৫, ২৬ সেপ্টেম্বর ২০১৭

নেপালের কাছে দুর্ভাগ্যের হার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ সাফ অনুর্ধ ১৮ চ্যাম্পিয়নশিপে সোমবার নেপালের কাছে ১-২ গোলে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে শিরোপাপ্রত্যাশী বাংলাদেশ। থিম্পুতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। এদিন বাংলাদেশ দল ভাল খেললেও তাদের ফিনিশিং ভাল ছিল না। পক্ষান্তরে এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন নেপালের খেলার ধরন ছিল অনেক ক্ষিপ্রতাসম্পন্ন এবং দ্রুতগতির। তারপরও বেশিরভাগ সময়ই তদের সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে বাংলাদেশ। এই হারে এখন এই আসরে চ্যাম্পিয়ন হওয়াটা অনেকটাই দুরূহ হয়ে পড়ল বাংলাদেশ দলের জন্য। নিজেদের প্রথম ম্যাচে অসাধারণ খেলে ভারতকে ৪-৩ এবং দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের সম্ভাবনা জোরালো করে তুলেছিল রহমত মিয়ারা। নেপালকে হারাতে পারলে শেষ ম্যাচে স্বাগতিক ভুটানের সঙ্গে কমপক্ষে ড্র করতে পারলেই নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হতে পারত প্রথমবারের মতো। কিন্তু সোমবারের এই হারে সেই স্বপ্ন পূরণ করাটা অনেকটাই কঠিন হয়ে গেল তাদের জন্য। ১০ মিনিটেই এগিয়ে যেতে পারত। ফ্রি কিক পায় বাংলাদেশ। ডিফেন্ডার রহমত মিয়ার ফ্রি কিকের শট নেপাল দলের সাইডপোস্টে লেগে ফিরে আসে। ২২ মিনিটে গোল করে এগিয়ে যায় এই আসরের বর্তমান (২০১৫) চ্যাম্পিয়ন দল নেপাল। বাংলাদেশের সীমানার ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে আক্রমণ করে তারা। নেপালের এক খেলোয়াড় ডি-বক্সের ভেতর উঁচু করে যে বল ফেলেন, তা থেকে দারুণভাবে ডাইভ দিয়ে হেড করে বল জালে পাঠান নেপালের অভিষেক রিজাল (১-০)। সমতায় ফিরতে মাত্র আট মিনিট সময় নেয় বাংলাদেশ। ৩০ মিনিটে নেপালের ডি-বক্সের বাইরে ফ্রি কিক পায় বাংলাদেশ। বাংলাদেশ দলের এক খেলোয়াড় বাঁ পায়ের চমৎকার উঁচু শটটি নেপালের গোলরক্ষক অর্পণ কারকি ঝাঁপিয়ে পড়েও রুখতে পারেনি। তবে রুখে দেয় পারপোস্ট। বল পোস্টের মাঝখানে লেগে উঁচুতে উঠে যায়। দৌড়ে গিয়ে সেই বল লাফিয়ে উঠে হেড করে জালে পাঠিয়ে বাংলাদেশকে স্বস্তির সমতায় ফেরান আল-আমিন (১-১)। প্রথমার্ধে এই স্কোরলাইনেই বিরতিতে যায় দু’দল। বিরতির পরেও সমানতালে খেলতে থাকে উভয়দল। ৭২ মিনিটে বাংলাদেশ দলের একটি শট নেপালের পোস্টে লেগে ফিরে এলে আক্ষেপ বাড়ে লাল-সবুজদের। এছাড়া দু’দলেরই একাধিক গোলপ্রচেষ্টা নসাৎ হয়। যখনই মনে হচ্ছিল এই বুঝি ড্রতেই পর্যবসিত হবে খেলা, তখনই খেলা শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে আচমকাই গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের তখন ৮০ মিনিট। বাংলাদেশের গোলপোস্টের ৪০ গজ দূরে ফ্রি কিক পায় নেপাল। রোমান লিম্বুর অসাধারণ শটটি ফেরানোর কোন উপায়ই খুঁজে পাননি বাংলাদেশের গোলরকক্ষক প্রীতমের (১-২)। বাকি সময়টায় আপ্রাণ চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ। তবে নেপালের কাছে হারলেও পয়েন্ট টেবিলে তাদের একধাপ ওপরেই (দ্বিতীয়) আছে রক্সির শিষ্যরা। ৩ খেলায় ৬ পয়েন্ট তাদের। নেপালেও সমান পয়েন্ট। তবে বেশি গোল করার সুবাদে (বাংলাদেশ ৭টি, নেপাল ৪টি) বাংলাদেলই আছে ওপরে। একই দিনে অনুষ্ঠিত অপর ম্যাচে ভারত ২-১ গোল মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে। তাদেরও পয়েন্ট ৬ (গোল করেছে ৮টি)। নিজেদের শেষ লীগ ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আগামী ২৭ সেপ্টম্বর।
×