ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওজনিয়াকির চোখ এখন সবার ওপরে

প্রকাশিত: ০৬:১৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

ওজনিয়াকির চোখ এখন সবার ওপরে

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শেষে এসে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন ক্যারোলিন ওজনিয়াকি। রবিবার রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে পরাজিত করে প্যান প্যাসিফিক ওপেনের তৃতীয় শিরোপা নিজের শোকেসে তুললেন ডেনমার্কের এই টেনিস তারকা। ফাইনালে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েই ক্যারিয়ারের ২৬তম শিরোপা উঁচিয়ে ধরেন ওজনিয়াকি। তার লক্ষ্য এখন গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয় ও পুনরায় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা। গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু দুর্ভাগ্য তার। এখন পর্যন্ত টেনিসের মেজর কোন টুর্নামেন্ট জয়ের স্বাদ পাননি তিনি। অথচ দুইবার ইউএস ওপেনের ফাইনাল খেলেছেন ডেনমার্কের এই প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু দুবারই কোর্ট ছাড়তে হয়েছে ব্যর্থতাকে সঙ্গী করে। তবে কখনোই হাল ছাড়েননি তিনি। চলতি মৌসুমেই যেন দুর্দান্তভাবে কোর্টে ফেরার ইঙ্গিত দেন সাবেক নাম্বার ওয়ান তারকা। মেজর কোন টুর্নামেন্টের শিরোপা জিততে না পারলেও জাপানের প্যান প্যাসিফিক ওপেনের আগেই ছয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন তিনি। কিন্তু তার সবকটিতেই পরাজয়ের লজ্জা পেলেন ওজনিয়াকি। তবে প্যান প্যাসিফিক ওপেনে এসে শিরোপার আক্ষেপ ঘুচালেন। ড্যানিশ টেনিস তারকার চোখে এখন নতুন মৌসুমে মেজর কোন টুর্নামেন্ট জেতা। সেইসঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও পুনরুদ্ধার করতে চান তিনি। এ বিষয়ে বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা এই ড্যানিশ নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যদি সুস্থ থাকি তাহলে এই অবস্থানটা দখল করতে পারব বলেই আমার বিশ্বাস। আর আপনি যখন ভাল টেনিস খেলবেন তখন অবশ্যই আপনার সামনে ভাল কিছু করার সুযোগ আসবে।’ এদিকে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের মে মাস পর্যন্ত তিন-তিনবার টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠেছেন এ্যাঞ্জেলিক কারবার। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে জার্মান এই টেনিস তারকার অবস্থান নেই শীর্ষ দশেও। মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়ায় বর্তমানে ১৪ নাম্বারে অবস্থান করছেন দুটি গ্র্যান্ডসøামের মালিক। বর্তমানে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন স্পেনের গারবিন মুগুরুজা। চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভার কাছ থেকে শীর্ষস্থান দখল করেছিলেন তিনি। এ থেকেই পরিষ্কার যে মেয়েদের টেনিসের বর্তমান অবস্থা। গত এপ্রিলে গর্ভে সন্তান আসার খবরটি দিয়ে টেনিস থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। তারপর থেকেই মেয়েদের টেনিসে এক নম্বরের লড়াইটা বেশ উন্মুক্ত হয়ে গেছে। এই সময়ে এক নম্বরের রাজত্ব ‘হাতবদল’ হয়েছে পাঁচবার। ধারাবাহিক কেউ ভাল না খেলায় অস্ট্রেলিয়ান ওপেনের পর কোর্টে আর না খেললেও ২৪ এপ্রিল থেকে ১৪ মে, এই তিন সপ্তাহের জন্য আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছিলেন সেরেনা। তবে সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২৩ গ্র্যান্ডসøামের মালিক এই কিংবদন্তির অবস্থান ২২। আবার কোর্টে না ফেরা পর্যন্ত তাই সেরেনার এক নম্বরে ফেরার সম্ভাবনা নেই। তবে মুগুরুজাও তার অবস্থান কতদিন ধরে রাখতে পারেন সেটাই এখন ভক্ত-অনুরাগীদের দেখার অপেক্ষা। যদিওবা চলতি বছরে উইম্বলডন জয়ের স্বাদ পান গারবিন মুগুরুজা। তারই ফল হিসেবে সদ্যসমাপ্ত মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেনের পরই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন তিনি। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠার পর প্যান প্যাসিফিক ওপেনেই প্রথমবারের মতো কোর্টে নামেন এই স্প্যানিয়ার্ড। শুরুটা অবশ্য দুর্দান্তভাবেই করেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। টুর্নামেন্টের শেষ চারেই থেমে যায় তার জয়রথ। এই ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয় তার। ম্যাচ শেষে হতাশ টুর্নামেন্টের শীর্ষ বাছাই মুগুরুজা। তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে মোটেও ভুল করেননি তিনি। ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে মুগুরুজা বলেন, ‘তার বিপক্ষে ম্যাচ মানে সবসময়ই যুদ্ধ। কিন্তু আমার মনে হয় এই ম্যাচ খেলার সময় আমার শক্তি খুব কম ছিল। কোর্টে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। তার বিপক্ষে আমি লড়াই চালিয়ে গেলেও গুরুত্বপূর্ণ সময়ে শট নিতে পারিনি। এজন্য আমি খুবই হতাশ। তবে সে অসাধারণ পারফর্ম করেই ম্যাচটা জিতেছে।’
×