ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্রে আমান

প্রকাশিত: ০৪:৫৯, ২৬ সেপ্টেম্বর ২০১৭

জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্রে আমান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের ছেলে আমান রেজা কলকাতাতেও আলো ছড়াচ্ছেন। ওপার বাংলার ‘আলেয়া’ ও ‘এ্যাটাক লক-দ্য মিশন’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করছেন ‘সংগ্রাম’ খ্যাত বাংলাদেশের অত্যন্ত প্রতিভাবান অভিনেতা আমান রেজা। চলচ্চিত্রগুলো পরিচালনা করছেন অনিকেত চট্টোপাধ্যায় ও শুভাঞ্জন রয়। এবার আরও নতুন একটি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন সুদর্শন আমান। চলচ্চিত্রের নাম ‘ঝরা পালক’। এ চলচ্চিত্রের মাধ্যমে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে এবার বড়পর্দায় তুলে আনা হচ্ছে। কলকাতায় কবির জীবনী নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘ঝরা পালক’। আমান অভিনীত ‘ঝরা পালক’ চলচ্চিত্রটি পরিচালনা করছে সায়ন্তন মুখার্জি। এর আগে তিনি ‘অদ্ভুত’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। ‘ঝরা পালক’ চলচ্চিত্র প্রযোজনা করছেন পাওয়ান কানরিয়া। ‘ঝরা পালক’ চলচ্চিত্রে জীবনানন্দ দাশের তরুণ ও মাঝ বয়সের দুটি চরিত্রে দেখা যাবে যথাক্রমে রাহুল ও ব্রাত্য বসুকে। চলচ্চিত্রের বনলতা সেনের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রীকে। এ নিয়ে এখনই কিছু জানাতে চান না নির্মাতা। আমান জানিয়েছেন ‘ঝরা পালক’ চলচ্চিত্রে জীবনানন্দ দাশের ছোটভাই অশোকানন্দ দাশের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এরই মধ্যে চলচ্চিত্রের ত্রিশ ভাগ অংশের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে আমান বলেন, জীবনানন্দ আমার প্রিয় কবি। দেশের বাইরে তার জীবনীর ওপর চলচ্চিত্রে অভিনয় করতে পেরে একটু বেশিই ভাল লাগছে। আমান নিজের চরিত্র সম্পর্কে বলেন, জীবনানন্দের সঙ্গে তার ছোট ভাই অশোকের সম্পর্ক ছিল তুই-তুকারির ও বন্ধুত্বপূর্ণ। অশোক সে সময় ব্রিটিশ সরকারের চাকরি করতেন। জীবননান্দ স্বভাবজাতভাবে চুপচাপ থাকতেন, উদাস থাকতেন। এসব বিষয়কে গুরুত্ব দিতেন তার ছোটভাই। কবিকে সঙ্গ দেয়া, টাকা-পয়সা দিয়ে সহযোগিতা করা, সবই করতেন অশোক। এ বিষয়গুলোই চলচ্চিত্রে তুলে ধরা হচ্ছে। চলচ্চিত্রটি নিয়েও বেশ আশাবাদী আমান। দেশে অসংখ্য চলচ্চিত্রের অভিনেতা আমানের ‘ভয়ংকর নেশা’, ‘রক্তাক্ত সুলতানা’ নামে চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় আছে।
×