ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৫৭, ২৬ সেপ্টেম্বর ২০১৭

টুকরো খবর

বরিশালে কৃষক বিক্ষোভ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার চড়কাউয়া, চাঁনপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন ও বাকেরগঞ্জের কৃষকদের জমির মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার হাত থেকে আমন ধান রক্ষা করাসহ সরকারীভাবে কীটনাশক প্রয়োগ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যোর দাম কমানো, কৃষকের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কৃষক খেতমজুর সমিতির জেলা কমিটির আয়োজনে সোমবার বেলা সাড়ে এগারোটায় নগরীর সদর রোডে মানববন্ধন ও সমাবেশে কৃষকরা খেতমজুর সমিতির ব্যানারে এ কর্মসূচী পালন করেন। সমাবেশে কৃষক খেতমজুর জেলা সভাপতি হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস ছত্তার। আরও বক্তব্য রাখেনÑ জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আজিজুর রহমান খোকন প্রমুখ। ইটের আঘাতে শিশু নিহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর কাউনিয়া এলাকায় রাজা (২৬) নামের এক মাদকসেবীর ইটের আঘাতে রবিবার রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুশি (৪) নামের এক শিশু মারা গেছে। পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে ঘাতক রাজাকে আটক করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের পর সোমবার দুপুরে ঘাতক রাজাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর কাউনিয়া এলাকার তালুকদার লেনের বাসিন্দা ইব্রাহিম মিয়ার শিশুকন্যা খুশি রবিবার সকালে রাস্তায় বসে খেলা করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে স্থানীয় শাহাদাত হোসেনের মাদকসেবী পুত্র রাজা যাওয়ার সময় কোন কারণ ছাড়াই খুশিকে ছুড়ে ফেলে পাশে থাকা ইট দিয়ে মাথায় আঘাত করে। পাবনায় বাসে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৫ সেপ্টেম্বর ॥ বেড়া ও সাঁথিয়া থানার সীমান্তবর্তী টুকুবাঁধ এলাকায় রবিবার গভীর রাতে ঢাকা থেকে পাবনামুখী যাত্রীবাহী সি লাইন পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। জানা গেছে, রাজধানী ঢাকার টেকনিক্যাল থেকে সি লাইন নামের একটি যাত্রীবাহী কোচ পাবনার উদ্দেশে ছেড়ে আসে। কোচটি সিরাজগঞ্জের ফুড ভিলেজে যাত্রাবিরতির পর পাবনা অভিমুখে রওনা দিলে শাহজাদপুর এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ডাকাত দল অস্ত্রের মুখে ড্রাইভারের নিকট থেকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে বেড়া-সাঁথিয়া থানার সীমান্তবর্তী টুকুবাঁধ এলাকায় নেমে যায়। ওই বাসের ডাকাতির শিকার হাইকোর্টের আইনজীবী কামরুল ইসলাম জানিয়েছেন, কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। সাভারে বাড়িতে নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, সোমবার ভোরে পৌর এলাকার রাজাশন দেওগাঁও এলাকায় উজ্জল রোজারিও নামের এক খ্রীস্টান ধর্মাবলম্বীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় ওই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার মাল লুটপাট করে নিয়ে যায়। জানা গেছে, এদিন ভোরে উজ্জল রোজারিওর একতলা বাড়ির একটি কক্ষের জানালার গ্রিল কেটে ১০-১২ সদস্যের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এ সময় উজ্জল রোজারিও, তার স্ত্রী মনি রোজারিও, ছেলে অঙ্কুর রোজারিও, পুত্রবধূ পূজা কস্তা ও মেয়ে নিশি রোজারিওকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর ডাকাতরা তিনটি কক্ষের আলমারি ভেঙ্গে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইলসহ ১০ লাখ টাকার মাল লুটপাট করে। পুকুরে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২৫ সেপ্টেম্বর ॥ পুকুরে ডুবে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোঃ নুরুন্নবী (৯)। সে ওই এলাকার আহমদ নূরের ছেলে। সোমবার দুপুর পৌনে ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। ইয়াবাসহ নারী আটক নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ সেপ্টেম্বর ॥ কালাইয়া লঞ্চঘাট থেকে হনুফা নামের এক নারীকে দুই হাজার ইয়াবাসহ আটক করা হয়েছে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীকে আটক করে। হনুফা উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রহিম প্যাদার স্ত্রী। দীর্ঘদিন ধরে হনুফা ইয়াবা বহনকারী হিসেবে কাজ করে আসছিল। সøুইস গেটে আটকে পড়ে যুবকের মৃত্যু স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়ায় পানি উন্নয়ন বোর্ডের সøুইস গেটে আটকা পড়ে কাইছার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ওই যুবক মগনামা বেড়িবাঁধের চেপ্টাখালী নাশি এলাকার সøুইস গেটে আটকা পড়ে। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় পেকুয়া ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের দলকম কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। নিহত যুবক সাতঘর পাড়ার মনজুর আলমের পুত্র। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে মাছ ধরার জাল তুলতে গেলে ওই যুবক ভাটির টানে পানিতে তলিয়ে সøুইস গেটে ঢুকে পড়ে এবং আটকে যায়। শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ সেপ্টেম্বর ॥ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ট্রেডের ষষ্ট সেমিস্টারের ছাত্র শ্যামল চন্দ্র বর্মণের খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে সোমবার দুপুর ১২টায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। নিহত শ্যামলের পরিবারের সদস্য ও নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচীর আয়োজন করেন। নওগাঁর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেনÑ নিহত শ্যামল চন্দ্র বর্মণের পিতা গোপাল চন্দ্র বর্মণ, মা আরতি রানী, ভাই রমেশ, প্রতিবেশী ছাইদুর রহমান, জালাল, মান্নান, জাহাঙ্গীরসহ পলিটেকনিক ইনস্টিটিউিটের শিক্ষার্থীরা। শাবি ছাত্রলীগের ২০ দফা কর্মসূচী শাবি সংবাদদাতা ॥ সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে ২০ দফা দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমাবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাফেটারিয়ায় তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাত্রলীগ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে ২০ দফা কর্মসূচী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দাখিলের সিদ্ধান্ত নিয়েছে। ৯২ মোবাইল সেটসহ গ্রেফতার ৮ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট পরিচালিত বিশেষ অভিযানে নগরীর রিয়াজউদ্দিন বাজার এবং ফটিকছড়ি থানা এলাকা থেকে আইএমইআই পরিবর্তিত বিভিন্ন ব্র্যান্ডের ৯২টি চোরাই মোবাইল সেট উদ্ধার এবং আট আসামি গ্রেফতার হয়েছে। রবিবার রাতে এ অভিযান চালানো হয়। সিএমপি সূত্রে জানা যায়, গোয়েন্দা বিভাগের কাউন্টার টেররিজম ইউনিটের একটি টিম নগরীর কোতোয়ালি থানার সিআরবি সাত রাস্তার মোড়, রিয়াজউদ্দিন বাজার এবং জেলার ফটিকছড়ি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এতে গ্রেফতার হয় আটজন। তারা হলোÑ নুর নবী, আলী হোসেন, অজিত চক্রবর্তী টুকু, তারেক হোসেন, ছাবের আহাম্মদ, মিজানুর রহমান, আরিফুল ইসলাম শাওন এবং মাইন উদ্দিন জিহান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রিয়াজউদ্দিন বাজারে বৈধভাবে ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘদিন হতে কম দামে কেনা চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বেশি দামে বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। ইবিতে নতুন ৮ বিভাগ চালু ইবি সংবাদদাতা॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নতুন ৮ টি বিভাগ চালু হচ্ছে। সোমবার দুপুর দুটায় বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশন থেকে প্রেরিত এক ফ্যাক্স বার্তায় নতুন বিভাগের অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। জানা যায়, বিশ^বিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে নতুন ৮ বিভাগে ৫৪০ আসন বৃদ্ধি পেয়ে মোট ৩৩ বিভাগ এবং ২২৩৫ আসনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আটটি বিভাগের মধ্যে আইন অনুষদভুক্ত আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডেভেপলপমেন্ট স্টাডিজ বিভাগ, সোশ্যাল ওয়েলফোর বিভাগ এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োমেডিক্যল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফার্মেসি বিভাগ, এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড জিওগ্রাফি বিভাগ চালু হবে। এছাড়া নতুন আরও দুটি বিভাগ হচ্ছে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে হিউমেন রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ। নীলফামারীতে নকল সার ও সরঞ্জাম জব্দ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একটি নকল সার তৈরির কারখানা থেকে ১০ মেট্রিকটন ভেজাল সার, সার তৈরির সরঞ্জাম জব্দ করেছে উপজেলা সার ও বীজ মনিটরিং সেলের সদস্যরা। সোমবার জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়ার নেতৃত্বে উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মধ্য সুটিপাড়া গ্রামের আবু হানিফ চৌধুরীর একটি ভাড়া বাড়িতে স্থাপিত নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ওই নকল সার ও সরঞ্জাম জব্দ করে। এসময় কারখানার মালিক দুই ভাই রফিকুল ইসলাম ও হাফিজুর রহমানসহ কর্মচারীরা পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া জানান, এলাকাবাসীর খবরে ওই নকল সার তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বাড়িটি তালাবন্ধ থাকায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রবেশ করে তৈরি ভেজাল সার দেখতে পাওয়া যায়। এ সময় কারখানার মালিক রফিকুল ইসলাম ও হাফিজুর রহমানসহ কর্মচারীকে না পেয়ে তৈরি ভেজাল সার ও সার তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা সার, বীজ মনিটরিং সেলের সদস্য সচিব মাজেদুল ইসলাম বলেন, এক মাস আগে ভ্রাম্যমাণ আদালতে শহরের কালীতলায় একটি নকল সার তৈরির কারখানা সিলগালা ও মালিক রফিকুল ইসলামকে এক লাখ টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদ- প্রদান করা হয়। ফেনসিডিলসহ গ্রেফতার ৪ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর পাইকপাড়া শাহ সুজা রোড এলাকা থেকে রবিবার রাতে ৮৪৫ বোতল ফেসিডিলসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। এরা হলো রাজু, রাসেদুল ইসলাম রকি, হৃদয় ও তোতা। বগুড়া বিয়াম স্কুল ও কলেজ সরকারীকরণ দাবি স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বিয়াম মডেল স্কুল ও কলেজ সরকারীকরণের দাবিতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজন সোমবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এর আগে তারা শহরের সাতমাথায় দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। স্মারকলিপিতে বলা হয়েছে, বিয়াম ফাউন্ডেশন প্রকল্পের ১১ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বগুড়া ও ঢাকার প্রতিষ্ঠান বাদ রেখে ৯টি সরকারীকরণ করা হয়। বগুড়ার বিয়াম স্কুল ও কলেজের অবকাঠামো, স্টাফ প্যাটার্ন ও শিক্ষারমান সব দিক থেকে এগিয়ে থাকার পরও কেন তা সরকারীকরণ থেকে বঞ্চিত হলো তা সুধীজন ও অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির ভূমি অবকাঠামো, শিক্ষা উপকরণসহ সকল সম্পদ সরকারের। ১০ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৫ সেপ্টেম্বর ॥ বিজিবি আটককৃত ১০ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৭০২ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ৫৮৮ ফেনসিডিল, ১০৭ কেজি ৯১৫ গ্রাম গাঁজা, ৩৭ হাজার ৮৩১ বোতল মদ ও ২৩ হাজার ২১১ ইয়াবা। এসব মাদকদ্রব্য বিজিবির আওতাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকা থেকে আটক করা হয়।
×