ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অপহরণ চক্রের দুই সদস্য আটক

প্রকাশিত: ০৪:৫৬, ২৬ সেপ্টেম্বর ২০১৭

অপহরণ চক্রের দুই সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৫ সেপ্টেম্বর ॥ লিবিয়ায় প্রবাসীকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে নারীসহ দুইজনকে আটক করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে পুলিশ সুপার শামসুন্নাহার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান। আটককৃতরা হলো- ব্রাক্ষ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকার আনোয়ার হোসেন ও অপহরণ চক্রের মূল হোতা লিবিয়া প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী জোছনা বেগম। বিতর্ক প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর, ২৫ সেপ্টেম্বর ॥ রায়পুরে ২য় আন্তঃস্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা সোমবার মার্”েন্টস একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রায়পুর ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এটি আয়োজন করে। রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দল রাখালিয়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। রায়পুর ক্লাবের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক ছিলেন রায়পুর সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক মোহাম্মদ হানিফ, মহিলা কলেজের প্রভাষক সাইফুল ইসলাম ও রুস্তম আলী ডিগ্রী কলেজের প্রভাষক তমালিকা চক্রবর্তী, সাংবাদিক কাজল কায়েস, প্রদীপ কুমার রায়, নজরুল ইসলাম প্রমুখ। চালকদের প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা রোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে নীলফামারী পরিবহন চালক এবং হেলপারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় স্থানীয় বাস টার্মিনাল মাঠ প্রাঙ্গণে নীলফামারী জেলা পুলিশের আয়োজনে ও পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং কমিটির সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খান। এ সময় জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
×